নিজের পরিচয় লুকিয়ে রেখে অপরিচিতদের ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠানো, আপত্তিকর বিষয়বস্তু পোস্ট, শেয়ার ও ট্যাগ করে অন্যদের বিব্রত করার দিন শেষ। এ ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সার্চ ফিচারটি নতুনভাবে সাজাচ্ছেন তারা। আর সেখানে থাকছে না প্রোফাইল হাইড করার বিষয়টি।
ফেসবুক কর্তৃপক্ষের দাবি- ব্যবহারকারীদের নিরাপত্তার পাশাপাশি ফেক অ্যাকাউণ্টের গোলকধাধা থেকে মুক্তি দিতেই এ উদ্যোগ নিচ্ছেন তারা।
তারা বলছেন, পরিচয় গোপন রাখার সুযোগ থাকায় অনেকেই এটা খারাপভাবে ব্যবহার করছেন। ফেক অ্যাকাউণ্ট খুলে অন্যকে বিবৃত করছেন। আবার কাকে বন্ধু বানাচ্ছি তাও বোঝা যায় না। এছাড়া খুব কম ব্যবহারকারীই নিজের প্রোফাইল গোপন রাখে। তাই ফিচারটির প্রয়োজনীয়তা নেই বললে চলে।
গত বৃহস্পতিবার নিজেদের এ সিদ্ধান্তের কথাটি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এতদিন ওই ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা নিজের প্রেফাইল লুকিয়ে রাখার পাশাপাশি কে তার প্রোফাইলটি দেখতে পারবে, সেটিও নির্দিষ্ট করে দিতে পারতেন। সামনে থেকে এ সুযোগটি আর থাকছে না।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।