আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন, যুদ্ধাপরাধের বিচারে সমর্থন কাহিনি কি?

পাকিস্তানের প্রথম সারির লেখক-সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবী, রাজনীতিকসহ বিভিন্ন পেশাজীবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, পাকিস্তান শাখা। বুধবার বিকেলে করাচি প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কমিটি গঠনের কথা জানানো হয়। নতুন কমিটি একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি দ্ব্যর্থ সমর্থন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানায়। জ্যেষ্ঠ সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাকিস্তানের সাবেক অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী সিনেটর সৈয়দ ইকবাল হায়দার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সিনেটর মীর হাশিল খান বিজেনযো, অ্যাডভোকেট জাভেদ কাজী, মানবাধিকারকর্মী সীমা কিরমানী ও বি এম কুত্তী। কমিটি গঠনের মাধ্যমে শান্তি, সুবিচার, মানবিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবিলা_একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মূল এই নীতির সঙ্গে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করে পাকিস্তানের নাগরিক সমাজ।

সভাপতি হয়েছেন পিপিপি নেতা ও সিনেটর সৈয়দ ইকবাল হায়দার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকী। সংবাদ সম্মেলনে নবগঠিত নির্মূল কমিটি পাকিস্তান শাখার সভাপতি সৈয়দ ইকবাল হায়দার বলেন, 'ঢাকায় যে পরাজয় ঘটেছিল, তা এখনো এক বিয়োগান্তক নাটক হিসেবেই গণ্য হয় পাকিস্তানে। ৪০ বছর কেটে গেলেও আমাদের সামন্ততান্ত্রিক অসারতার কারণে আমরা ঢাকা বিপর্যয়ের ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছি। অথচ নবজন্মা বাংলাদেশের জনগণ কালক্ষেপণ না করে তখন তাদের শাসনব্যবস্থা, সংবিধান এবং নিয়মের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় দেখিয়েছিল। ' ইকবাল হায়দার বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম-প্রধান দেশের উদাহরণ অনুসরণ না করে বাংলাদেশ তার নামের আগে 'ইসলামিক' শব্দটি বাদ দিয়েছিল তখন।

পাকিস্তান নির্মাণের শুরুতেও 'ইসলামিক' শব্দটি সজ্ঞানে বাদ দেওয়া হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাপত্রে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক হিসেবে উল্লেখ করা হয়নি। এমনকি কায়েদ-এ-আযমও কখনো তা বলেননি। তখন পাকিস্তানকে বলা হয়েছিল 'ডমিনিওন অব পাকিস্তান' বা 'রিপাবলিক অব পাকিস্তান'। বাংলাদেশের জনগণকে বুদ্ধিমান ও সাহসী আখ্যায়িত করে ইকবাল হায়দার বলেন, ধর্ম মানুষের জন্য_কোনো রাষ্ট্রের জন্য নয়।

এ কথা বাংলাদেশিরা খুব বিজ্ঞতার সঙ্গে উপলব্ধি করেছিল। এর প্রতিচ্ছায়া দেখা গিয়েছিল তাদের সংবিধানে; ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র_এই চারটি প্রধান স্তম্ভের মাধ্যমে। এই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে দেখা যায় ধর্মীয় সহাবস্থান এবং একে অপরকে কাফের বলায় অনুৎসাহিত করা। শাহরিয়ার কবির বলেন, কোনো সরকারই সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারে না, যদি দেশটির সুশীল সমাজের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ না থাকে। ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে এবং বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের পক্ষ নিয়ে নির্মূল কমিটি গঠনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ আমাদের দুই দেশের জনগণের পরস্পরকে বোঝার রাস্তা আরো চওড়া করবে এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে ইতিবাচক ইমেজ সৃষ্টি হবে।

তিনি বিশ্ব মানবতাবাদীদের প্রতি একই মঞ্চে এসে দাঁড়ানোরও আহ্বান জানান। সংবাদ সম্মেলনের শুরুতেই নির্মূল কমিটি, পাকিস্তান শাখার কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি সৈয়দ ইকবাল হায়দার, সহসভাপতি সিনেটর মীর হাশিল খান (বালুচিস্তান), সিনেটর আফ্রাসিব খাত্তাক (খাইবার পাখতুনখোয়া), অ্যাডভোকেট জাভেদ কাজী (সিন্ধ), সীমা কিরমানী (করাচি) ও অ্যাডভোকেট জাফর মালিক (পাঞ্জাব); সাধারণ সম্পাদক সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকী; আন্তর্জাতিক সম্পাদক বাবর জাফর মালিক এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সরফরাজ খান, মানবধিকারকর্মী তাহিরা আব্দুল্লাহ, কবি আহমেদ সেলিম, সাংবাদিক সায়ীদ আহমেদ, লেখক জুমা খান সুফী, মানবধিকারকর্মী মোহম্মদ আসলাম বালুচ, কার্টুনিস্ট ও সাংবাদিক ফেইকা, সমাজকর্মী নাসির আরিন, আযম মালিক, অর্থনীতিবিদ কাইসার বেঙ্গলি ও সাংবাদিক আলী কামরান চিশতি। উপদেষ্টা হিসেবে আছেন আই এ রহমান, মানবধিকার নেতা তাহিরা মাজহার, অধ্যাপক তারিক রেহমান, মানবাধিকারকর্মী নাসিম আক্তার এবং সমাজকর্মী কারামাত আলী। সংবাদ সম্মেলন শেষে শাহরিয়ার কবির নির্মিত ও নির্দেশিত 'পোট্র্রেট অব জিহাদ' প্রামাণ্যচিত্রটি দেখানো হয় View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.