আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে ফের ভূমিকম্প, নিহত ১৫

পাকিস্তানে মঙ্গলবারের ভূমিকম্পে পাঁচ শতাধিক ব্যক্তি নিহত হওয়ার পর আজ ফের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আঘাত হানা ৬.৮ মাত্রার এ ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আধা-সামরিক সীমান্ত বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের মুখপাত্র খান ওয়াসি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

ভূমিকম্পে আওয়ারান জেলার নকজো গ্রাম ও মাশকাই এলাকায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলেও জানান তিনি।  

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলা থেকে ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। চলতি সপ্তাহে ৭.৮ মাত্রার আরো একটি ভূমিকম্প এলাকাটিতে আঘাত হেনেছিল।

জাতীয় ভূ-কম্পন সংস্থার পরিচালক জাহিদ রাফি জানান, এটি সম্পূর্ণ একটি ভূমিকম্প ছিল, কোনো আফটারশক ছিল না।

প্রদেশের সবচেয়ে দারিদ্রপীড়িত আওয়ারান জেলার এ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে  আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভূমিকম্পের পর ওই এলাকায় খাবার, পানি ও বাসস্থানের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

দুর্গত এলাকায় ১০ হাজারের বেশি মানুষ এখন সরকারের সহযোগিতার ওপর নির্ভর করে আছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.