আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফরের উপর চার সম্পাহের নিষেধাজ্হা অত:পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

০ ০ ০ ০ নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। ০ ০ ০ ০ বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণও জানাতে বলেছে আদালত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসাইন মিয়াজী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান খন্দকার দিদার-উস-সালামের একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। আগামী ২৯ ও ৩০ এপ্রিল একটি একদিনের আন্তর্জাতিক এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ‘টাইগারদের’।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম হাসান বলেন, “বাংলাদেশ দলের এই সফরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনার প্রতিবেদন চাইলেও গতরাত পর্যন্ত তারা তা দিতে পারেনি। ” রিটকারীদের অভিযোগ, বর্তমানে পাকিস্তান কোনো বিদেশি দলের জন্যই নিরাপদ নয়। এ কারণে কোনো দেশই সেখানে যেতে রাজি নয়। “এ পরিস্থিতিতে আমরা সেই দেশে যেতে পারি না। আমাদের সাকিব তামিমদের একবার হারালে আমরা আর ফেরত পাব না”, যোগ করেন এই আইনজীবী।

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। সেই হামলায় পাকিস্তানের পাকিস্তানের ৬ পুলিশ নিহত হয়। এছাড়াও শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। শ্রীলঙ্কা সিরিজ অর্ধসমাপ্ত রেখে দেশের ফেরার পর থেকে নিরপেক্ষ ভেন্যুতে ঘরোয়া সিরিজ খেলতে হচ্ছে পাকিস্তানকে। এমনকি ২০১১ সালের বিশ্বকাপে ম্যাচ আয়োজনেরও সুযোগ হারায় তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.