আমাদের কথা খুঁজে নিন

   

পথচারী

স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই এই পথেই নিত্য আনাগোণা আমার, কখনো খুব সকালে,কখনো ঝিম ধরা আয়েশি দুপুরে আবার কখনো বাড়ি ফেরা ব্যস্ত সন্ধ্যায় ধুলো মাড়াই অনেক অনেক দিন...... নাগরিক কিংবা পথচারী হয়ে কুয়াশা, রোদ, ঝুম বৃষ্টির ওভারকোট গায়ে । তপ্ত পিচ ঢালা পথের চড়াই পেরুলেই একটা ব্রিজ, নিচে কাকচক্ষু কালো জলের এক নদী তুরাগ তার তীর ধরে জেলে নয়ত ভবঘুরে বেদেদের আস্তানা। রেলিঙের গোঁড়ায় হাড্ডিসার এক বৃদ্ধা শুয়ে থাকে জবুথবু অশ্রুহীন কান্নায় বিলাপ করে, টিনের থালায় পয়সার আওয়াজ পেলেই চালান দেয় শতছিন্ন এক থলিতে কিছুদূর এগুতেই চোখে পড়ে জ্যান্ত এক জড় শিশু ব্যস্ত নগরীর তামাশায় একবারের জন্য ও ঝিলিক দেয়না শিশুটির চোখ, নির্বাক চেয়ে উপহাস জানায় তার হুইল চেয়ারটাকে কিংবা কে জানে হয়ত আমাকেও ! ঢালের কোণায় ফেলে দেয়া উচ্ছিষ্টে চলে কুকুর আর টোকাইদের কাড়াকাড়ি, দুর্মূল্যের এই বাজারে এক পাগল কেনাবেচা করে মুঠো মুঠো অট্টহাসির । সন্ধ্যায় ফেরার পথে থুত্থুড়ে বুড়ির জায়গা নেয় দুই তরুণী ঠোঁটে গালে সস্তার মেকআপে সাজায় যৌবনের পসরা, দিনের আলোর নিপাট ভালোমানুষের মুখোশ খুলে হুলিয়া দেয় অধঃপাতের । কখনো কোন মন্থর বিকেলে নেহায়েত দু দণ্ড পাশাপাশি থাকবে বলে, ব্রিজের ওই রেলিং ধরে দাঁড়িয়ে একজোড়া তরুন তরুণী গোধুলী তে স্নান করে, হয়ত বা আউড়ায় ভালবাসার পদ্য। তাদের স্বপ্নে ঠাই পায়না এই নগরের ধুলো কাদা অদূরে দাঁড়ানো পেট মোটা এক অপুষ্ট শিশুর কান্না, ফেরিওয়ালা দের হাঁক, কিংবা নিচের জেলেপল্লীর দিন যাপন। বেখেয়ালে হেঁটে যায় ওরা, আমি আর আমরা সুখের হাটে সময় বিকোই - বড্ড বেশি শহুরে হয়ে গেছি আজকাল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.