আমাদের কথা খুঁজে নিন

   

আজকের নোকিয়া কথনঃ নোকিয়া ৫০০

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়া ৫০০ একটি সিম্বিয়ান স্মার্টফোন যা ২০১১ সালের আগস্টে বাজারে আসে এবং ২০১২ সালেই বাংলাদেশের বাজারে ভালো জনপ্রিয় হয়। মোবাইলটিতে ১গিগাহার্জ প্রসেসর, ২৫৬এমবি র‍্যাম, ৫১২এমবি রম এবং ২জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মেমরিকার্ড দিয়ে ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে রয়েছে জিও ট্যাগিং ফিচার সহ ৫মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে আপনি ২৫৯২*১৯৪৪পিক্সেল আকারের ছবি অনায়াসেই তুলতে পারবেন। এছাড়াও থাকছে ৩৬০পি ভিডিও রেকরডিং সুবিধা। নোকিয়া ৫০০তে রয়েছে ৩.২" ওয়াইডস্ক্রিন টিএফটি ১৬মি রঙের ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে যে দিয়ে আপনি যেকোনো ওয়াইডস্ক্রিন ভিডিও সাচ্ছন্দের সাথে দেখতে পারবেন। মাত্র ৯৩গ্রাম ওজনের এই স্টাইলিশ ডিভাইসটি আপনি বেসিক সাদা ও কালো ছাড়াও আরও ৯টি সেকেন্ডারি রঙ্গে পাবেন যা মোবাইলটিকে করে তুলবে আরও আধুনিক ও স্বকীয়। এতে থাকছে নোকিয়া বিএল-৪ইউ ব্যাটারি যা আপনাকে ৭ঘন্টা একটানা কথা বলার স্বাধীনতা দিবে, এছাড়া একবার চার্জ দিয়ে আপনি একটানা প্রায় ৩৫ঘন্টা গান শুনতে পারবেন।

এতো ফিচার সহ নোকিয়া ৫০০ মোবাইল হ্যান্ডসেটটির দাম বর্তমানে মাত্র ১৮,৮০০ টাকা। পাবেন নোকিয়ার সকল আউটলেট সহ যেকোনো মোবাইলের দোকানে। মোবাইল টির ব্যাপারে যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট দিতে পারেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া মোবাইল বিষয়ক নিয়মিত পোস্ট পড়তে এখনই যোগ দিন আমাদের গ্রুপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।