আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু ক্লিনটন আর কখনো ক্রিকেট খেলতে পারবে না!!! খেলার মাঠে আর কখনো বল করতে পারবে না!!!

দিনের আলো তখনো পুরোপুরি ফুটে উঠে নি। সূর্য পূব আকাশে নিজ অস্তিত্ব জানান দিচ্ছিল । সূর্যি মামা আর আকাশে মেঘের জলরাশির মধ্যে চলছে লুকোছুরি-লুকোছুরি খেলা । মাঝ রাতে কালবৈশাখির ঝড়ের কবলে পড়া আম গাছের ঢালপালা গুলো এখানে সেখানে পড়ে আছে। ঘুমের আলস্য তখনো আমার পুরোপুরি কাটে নি।

শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকলাম। এমন সময় আমার সস্তা দামের নোকিয়া মোবাইল ফোন টা হঠাত্‍ বেঁজে উঠল। অলস ভঙ্গিতে ফোন টা কানের কাছে চেপে ধরলাম। আমার এক পরিচিত বন্ধুর কন্ঠস্বর। ফোনে সে যা বলল তাতে আমার সমস্ত ইন্দ্রিয় স্হির হয়ে গেল।

ফোনের সারমর্ম হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ক্লিনটন বিশ্বাস কিছুক্ষন আগে আম গাছ থেকে পড়ে তার ডান হাতের রেডিও-আনলা নামের হাড় দুটো মাঝ বরাবর ভেঙ্গে আলাদা হয়ে গেছে। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল এবং পরে সেখান থেকে এম্বুলেন্সে করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হল। একটা ব্যাপার আমি কিছুতেই মিলাতে পারছিলাম না, আমরা যারা একসাথে পড়ি তাদের মধ্যে ক্লিনটন ছিল সব ধরনের গাছে উঠার ব্যাপারে সমান পারদর্শী। কি আম গাছ, কি জাম গাছ, কি নারিকেল গাছ, যে কোন ধরনের গাছে উঠা তার জন্য কোন ব্যাপার ই ছিল না। একগাছ থেকে অন্য গাছে কত অনায়াসে সে পার হয়ে যেতে পারত।

ক্লিনটনের আরও একটা ভাল গুন ছিল। সে খুব ভাল ক্রিকেট খেলত। আমাদের দলের সবচেয়ে দ্রুত গতির বোলার ছিল সে। যখন আমি তার আহত হওয়ার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে যাই, আমাকে দেখে সে প্রথম যে কথাটি বলল, "দোস্ত, আমি কি আর কখনো ক্রিকেট খেলতে পারব না?? আমি কি আর কখনো বল করতে পারব না??" আমি তাকে ভরসা দিলাম, "এটা কোন ব্যাপার ই না, দুই মাস পরে সব ঠিক হয়ে যাবে, তুই তখন আবার আগের মত সব করতে পারবি। " কিন্তু এক্সরে রিপোর্ট এবং ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারলাম, অপারেশনের পর হাত ঠিক হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

আর বল করার মত ভারী কাজ হয়ত সে আর কখনই করতে পারবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.