আমাদের কথা খুঁজে নিন

   

একটি তথাকথিত সরকারি চাকুরী এবং আমি

ব্লগিং জগতে অশিক্ষিত বালক নামেই রিচিত আমি। ওয়েবসাইট নিয়ে পাগলামি করার টুকটাক অভ্যাস। তাই, পড়ালেখার পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে টুকটাক ওয়েবসাইটের পাগলামি নিয়ে আছি। আমার কাজকর্ম দেখুন এখানেঃ http://banglatheme.com/ নীলক্ষেত নামক বইয়ের আড়ৎ থেকে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। বেশি বই কিনি নাই মাত্র ৯টা বই কিনলাম।

মাগার দাম নিলো ২৫০০ টাকা এবং ওজনতো মাশাল্লাহ...কমপক্ষে ৫ কেজি। কামের কাম যেটা হইছে তা হইলো আব্বার মানিব্যাগ খালি হইছে আর আমার কোমর ব্যথা হইছে। বইগুলা পড়ি আর না পড়ি দেইখাই শান্তি লাগতাছে। ও মেইন কথাইতো বলি নাই। বইগুলো বাংলাদেশের তথাকথিত একটি সরকারি চাকুরীর।

আমার মনে হয় আমার ভেঙে বলতে হবে না যা আমি কোন চাকুরীর কথা বলছি। বাংলাদেশের সকল পরিবারের, সকল বাবা-মায়ের আশা তার ছেলে বা মেয়ে এই চাকুরীটি পেয়ে যাক। তাদের নামের পাশে সেই ঐতিহাসিক টাইটেলটা যুক্ত হোক। যা হোক..আমার পরিবার এবং আমিও এর উদ্ধে উঠতে ব্যর্থ হয়েছি। তাই কিনে আনলাম বইগুলো।

কারণ ফর্ম পূরণ শেষ করছি, আর কয়দিন পরেই পরীক্ষা। মাগার বইগুলি কিনার পর এখন মনের মধ্যে কয়েকটি প্রশ্ন উথাল-পাথাল করতাছে (অলস মস্তিষ্ক শয়তানের কারখানা)ঃ ১। ৯টা বই দূরে থাক এই বইগুলোর কোন একটিই কী কোন মানুষের পক্ষে মুখস্থ করা সম্ভব? ২। যিনি এই বইগুলো লিখেছেন তাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার অমুক বইয়ের ১০০নং পৃষ্ঠায় কী আছে উনি কী বলতে পারবেন? ৩। এই ধরণের পরীক্ষার মাধ্যমে আসলে কী যাচাই করা হয়? একজন শিক্ষার্থী মুখস্থ বিদ্যায় কতটা পারদর্শী? যেখানে সারাদেশের শিক্ষাব্যবস্থায় সৃজনশীল প্রশ্নের ঝড় উঠছে....মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেখানে সকল প্রশ্ন সৃজনশীল.......এমনকি প্রাথমিক শিক্ষাতেও সৃজনশীলতা আনা হচ্ছে সেখানে এখনো কেন নিয়োগ পরীক্ষাগুলোতে মুখস্থ বিদ্যার প্রতি জোর দেয়া হয়? ৪।

যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় সেগুলোর সাথে উক্ত চাকুরীর পোস্টগুলোর সম্পর্ক কী? কিছু কিছু পোস্ট আছে যেগুলোর সাথে গণিত বিষয়টির দক্ষতা যাচাইয়ের কোন সম্পর্ক আছে কিনা তা আমার বোঝার বাইরে। ৫। সম্পূর্ণ চাকুরীর নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে প্রায় এক-দেড় বছর চলে যায় এবং এই দীর্ঘ সময় ধরে একজন শিক্ষার্থী জানতে পারে না যে সে কী আদৌ উক্ত চাকুরীটা পাচ্ছে কিনা। একজন মানুষের জীবন থেকে মূল্যবান এই যে সময়টা কেড়ে নেয়া হচ্ছে এর ক্ষতিপূরণটা কে দিবে? প্রশ্নগুলোর উত্তর হন্নে হয়ে খুজঁছি..........কেউ আছেন আমাকে উত্তরগুলো জানাবেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.