আমাদের কথা খুঁজে নিন

   

রেলমন্ত্রীর মালিকানাধীন সেন মার্কেট উদ্বোধন

void(1); রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মালিকানাধীন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে নবনির্মিত সেন মার্কেটের উদ্বোধন করলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলতাব উদ্দিন। শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি মার্কেট উদ্বোধন করেন। সেন মার্কেটের উদ্বোধন নিয়ে কয়েকদিন আগ থেকেই দিরাইকে ডিজিটাল ব্যানার ফেষ্টুন দিয়ে সাজানো হয়েছিল। মার্কেটের সামনে নির্মাণ করা হয়েছিল তোরণ। প্রচারণা চালানো হয়েছিল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই উদ্বোধন করবেন সেন মার্কেট।

কিন্তু ৭০ লাখ টাকা নিয়ে রেলমন্ত্রীর এপিএস বিজিবির হাতে ধরা পড়ার পর বেকায়দায় পড়ে যান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তাই নিজের স্বপ্নের মার্কেট উদ্বোধন করা হলো না তার। সেন মার্কেট উদ্বোধন নিয়ে দিরাই উপজেলা সদরে ছিল আলোচনা-সমালোচনার ঝড়। দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, কোনো ব্যক্তির কারণে আওয়ামী লীগের ক্ষতি হোক তা আমরা চাই না। সুরঞ্জিত সেন শুধু ঢাকায় নয়, এলাকায় তার নিজস্ব লোক দিয়ে বিভিন্ন প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত্ করেছেন।

আমরা বারবার এর প্রতিবাদ করেছি। আজ তার এপিএস ৭০ লাখ টাকা নিয়ে ধরা পড়ার পর তা পরিষ্কার হলো। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আবদাই মিয়া বলেন, শেখ হাসিনার সরকার দুর্নীতিতে নিমজ্জিত। শেয়ার ব্যবসা থেকে তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত্ করেছে।

এখন মন্ত্রীর এপিএসের গাড়িতে পাওয়া যায় বস্তাভরা টাকা। তিনি আরও বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের এলাকায় তার জনপ্রিয়তা নিম্নস্তরে অবস্থান করছে। তাই আগামী নির্বাচনে ভোট কেনার জন্য তিনি টাকার বস্তা সংগ্রহ করছেন। দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সারাজীবন শুধু অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। আমার নির্বাচনী এলাকায় শত শত কোটি টাকার সম্পত্তি তিনি জবরদখল করে আছেন।

এখন দিরাই-শাল্লা ছেড়ে তার এপিএসের মাধ্যমে বস্তা বস্তা টাকা অর্জন করছেন। আজ যে মার্কেট উদ্বোধন করা হলো এটাও তার নিজের সম্পত্তি নয়। সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী হলেও দিরাই-শাল্লার মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তার নিজের, তার এপিএস ও হাবিল কাবিলদের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.