আমাদের কথা খুঁজে নিন

   

রেলমন্ত্রীর কাছে কি আমার বক্তব্য পৌছাবে ??

আমার রেল জার্নির অভিগ্গতা অনেক দিনের। দেশের বাড়ী নোয়াখালী হওয়ায় সবসময় ছোট কালথেকেই উপকুল নামক ট্রেনে যাতায়াত করি। সর্বশেষ গতকাল নোয়াখালী থেকে ঢাকা আসলাম পরিবার নিয়ে। এর আগে রেলের জন্য আলাদা কোনো মন্ত্রনালয় ছিল না যার কারনে রেলের উপরে কারো তেমন নজর দারী ছিলনা। কিন্তু বর্তমানে আলাদা রেল মন্ত্রনালয় থাকায় আমাদের প্রত্যাশাও অনেক।

তাই রেলমন্ত্রীর নিকট আমার কিছু বক্তব্য রয়েছে.... বর্তমান রেলপথ সবচেয়ে অনিরাপদ সরক গুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন ট্রেনে হরহামেশাই ছিনতাই হচ্ছে। গতকালো আমার কম্পাউন্ডার থেকে একমহিলার চেন ছিনতাই হলো। ট্রেনে যে সব পুলিশ বা আনসার থাকে তারা প্রত্যেকেই এ চক্রের সাথে জরিত। কেননা তাদের চোখের সামনে এগুলো হলেও তারা নিরব দর্শকের ভুমিকা পালন করে।

ট্রেন গুলো যখন ভারতীয় সীমান্ত দিয়ে আসে তখন কোনো এক অদৃশ্য কারনে ট্রেন গুলে থেমে যায় বা ধীর গতীতে চলে আর এই সুযোগে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় মাদক বা চিনি অবাধে ট্রেনে ঢুকে যায়। এগুলো আবার ঢাকা বা টংগী জংশনের আগেই অন্ধকারেই এগুলো নেমে যায়। আমাদের চোখের সামনেই নিরাপত্তা রক্ষীদেরকে এদের কাছথেকে বখরা নিতে দেখেছি। এছারা আামর পরিচিত সব গুলে রেল ষ্টেশনই কম বেশী মাদকের আখরা। এসব রেল ষ্টেশনে অবাধে মাদকের বিচরন দেখা যায়।

ছোট ছোট শিশুরাও এ সব জায়গায় মাদক নিতে দেখা যায়। বিভিন্ন রেল ষ্টেশনে রাখা বাতিল ট্রেনগুলো মাদকসেবীদের নিরাপদ আশ্রয় স্থল অথচ সরকার কোটি কোটি টাকা দিয়ে এগুলো জনগনের সেবার জন্য ক্রয় করেছে। আর এসব সম্পদ গুলো মাদক সেবিদের জন্য রেখে দেয়া হয়েছে। রেলের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা বস্তি গুলোতেও মাদকের অবাধ বিচরন। রেলের ভিতরে খাবারের মান বারানো প্রয়োজন।

প্রত্যেক কর্মকর্তার মানউন্নয়ন প্রয়োজন। প্রয়োজনে রেলের টিকেট মুল্য বাড়িয়ে রেলকে শৃংখলার মধ্যে আনা জরুরী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রেলপখকে ডাবল লেন করা জরুরী এতে যাত্রীদের অনেক সময় বাচবে। রেলমন্ত্রীর দীর্ঘয়ু কামনা করি। আশা করি উনি ওনার বীচক্ষনতা দিয়ে রেলকে অনেক দুর নিয়ে যাবেন,,,,,, ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.