আমাদের কথা খুঁজে নিন

   

অল্পের জন্য রক্ষা পেয়েছি !

শিক্ষানবিশ বলছি পহেলা বৈশাখী অনুষ্ঠান , রাস্তায় মানুষের হাটাহাটি , বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ সব কিছুই ভালভাবে শেষ হয়েছিল । বিকেলে অফিসে এসেও বেশ মজা করেছি খাওয়া-দাওয়া , গল্পগুজব করে আর হাসি-তামাশার মধ্য দিয়ে । যাহোক, রাত সাড়ে ১০টার দিকে কাওরান বাজার থেকে বাসে রওয়ানা দিয়ে সোয়া ১১টার দিকে মিরপুরে এক নম্বর পৌঁছি । অন্যান্য দিন রাস্তা একটু খালি থাকায় ওভারব্রিজের উপর দিয়ে না গিয়ে সোজা রাস্তা পার হয়ে ওপর পাশে যাই । কিন্তু সেদিন মনে হলো খাওয়া দাওয়া ভালই হয়েছে ,তো একটু ব্যায়ামও হলো আর নিরাপৎ হিসেবে ওভার ব্রীজের ওপর দিয়ে হাটা শুরু করলাম ।

ব্যস্ , বিপদ যেন নিজেই ডেকে আনলাম । ব্রীজের ঠিক মাঝামাঝি আসার সাথে সাথেই দুপাশে দাঁড়িয়ে থাকা দুই হিজরা আমার দুহাত শক্ত করে চেপে ধরে বলতে লাগল , " দশটা টাকা দে, বেশী না দশটা টাকা দে । দে না লক্ষী ভাই দশটা টাকা দে । " এই রকম আরও নানা বাহানার কথা । আমিতো মোটেও প্রস্তুত ছিলাম না এরুপ পরিস্থিতির জন্য ।

প্রথমে দুজন থাকলেও পরে আরও কয়েকজন এক সাথে এসে আমাকে বিরক্ত করতে থাকল এবং আমার শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরির মতো করে হাত চালাতে লাগল । এমন কি আমার গোপন অঙ্গও এ থেকে বাদ পড়ল না । এক কথায় আমাকে অতিষ্ট করে তুলল । পরে কৌশলে ভয় না পাওয়ার ভান করে বললাম, 'আচছা চল , নিজে গিয়ে দেব । ' অনেক জোরাজুরির পর কয়েকজন নিচে নেমে আসল এবং তাড়াতাড়ি মানিব্যাগ থেকে ২০টি টাকা বের ওদের হাতে ধরিযে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম !! (ভাই সত্যি কথা কি এমন ভয় লাগছিল যে তা জীবনে ভুলব না ।

এখনও মনে পড়লে গা ঘিসঘিস করে উঠে । যদিও ওরা আল্লাহরই সৃষ্টি , তারপরও কেন জানি ঐসময় ভয় লাগল । কারন, দিনের বেলাতেও ওরা রাস্তার মানুষদের বিরক্ত করে থাকে ,আমিও কাছ থেকে দেখেছি বা আমার কাছেও মাঝে মাঝে টাকা চেয়েছে । ) কিন্তু আজ যা পড়লাম তাতে আমার ঘুম হারাম হওয়ার মতো অবস্থা । শহরে নকল হিজরাদের সিন্ডিকেট গড়ে উঠেছে !! এবং তারা চোরাচালান,ছিনতাই, মাদক পরিবহন সহ নানাবিধ অপরাধে জড়িত ! এরা সহজ সরল ছেলেদের ধরে নানা প্রলোভন দেখিয়ে হিজরা বানিয়ে দিচ্ছে ।

সব গা শিউরে উঠার মতো নিউজ । পরে ভাবলাম ভাগ্যিস নকল হিজরাদের পাল্লায় পড়ি নাই , তা হলে তো বৈশাখের পুরো আনন্দটাই মাটি হয়ে যেত সর্বস্ব হারিয়ে ! বিস্তারিত Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.