আমাদের কথা খুঁজে নিন

   

অল্পের জন্য রক্ষা পেলেন প্রধানমন্ত্রী

সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল সোমবার দামেস্কে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, দামেস্কের মাজ্জেহ নামক জায়গায় ওয়ায়েলের গাড়িবহর লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। এতে তাঁর একজন দেহরক্ষী নিহত এবং আরেকজন দেহরক্ষী ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তবে ওয়ায়েল অক্ষত রয়েছেন।
এসওএইচআরের পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, খুব কাছ থেকে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণস্থলের কাছেই একটি বিদ্যালয় অবস্থিত। আর সুরক্ষিত মাজ্জেহ এলাকায় কয়েকটি দেশের দূতাবাস, সরকারি ভবন ও ক্ষমতাসীন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিকের কার্যালয় রয়েছে। সেখানে একটি সামরিক বিমানঘাঁটিও রয়েছে।


একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে বিকট বিস্ফোরণ ঘটে। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত লোকজন দিগিবদিক ছোটাছুটি করতে থাকে। ’
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে একটি বাস পুড়ে গেছে।

হামলা চালাতে ওবামার ওপর চাপ
সিরিয়ার চলমান লড়াইয়ে হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটররা। গত রোববার তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে দেশটিতে সেনা পাঠানো উচিত হবে না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তা দিতে হোয়াইট হাউসের বিরুদ্ধে আগে থেকেই চাপ বাড়ছে।

রয়টার্স ও এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.