আমাদের কথা খুঁজে নিন

   

অল্পের জন্য বেচে গেলাম

ভালবাসি আমি কিছুক্ষন আগে মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। মটর সাইকেল দুর্ঘটনা। শেরাটন পয়েন্টে এ ঘটনা ঘঠে। কাওরান বাজার থেকে শাহবাগের দিকে আসার সময় একটি ১০-১১-১২ নাম্বার বাস একই দিকে যাচ্ছিল। শেরাটন পয়েন্টে চলন্ত বাসটি থেকে হঠাৎ করে একজন লোক লাফ দিয়ে নামে।

আর গাড়ির ৩/৪ ফুট পেছনেই আমি ছিলাম। লোকটি চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমার মটর সাইকেলের সামনের চাকায় বেঝে যায়। ঘটনাটি এতো দ্রুততার সাথে ঘটে যে ব্রেক করেও শেষ রক্ষা হয় না। আমার মটর সাইকেল উল্টে যায়। আমি মটর সাইকেলের নিচে পরি।

এতে আমার দু’পা, বুক, দুই হাতে আঘাত লাগে। যে লোকের কারণে এ ঘটনা সে সামান্যই আঘাত পেয়েছে। আমি মটর সাইকেলের নিচে পরে আছি আর ওই লোকটি আমাকে না তুলে হেটে চলে যাচ্ছে। এতা ব্যথার মধ্যেও মেজাজ খারাপ হয়ে গেলো। কোনরকম সেখান থেকে বের হয়ে ওই লোকটাকে পেছন থেকে ধরি।

এসময় সেখানে দাযিত্বে থাকা একজন এসআই এসে মটরসাইকেলটি তোলেন। আমি লোকটিকে আমার পাসে বসিয়ে রাখি। একটু সুস্থ্য হলে তাকে বলি জরিমানা দিবেন না থানায় যাবেন। তখন লোকটি বলে আমিও তো ব্যাথা পাইছি। মেজাজ খারাপ হয়ে যায় তার কথায়।

তার কারণে আমার এ অবস্থা। অথচ আমাকে সাহায্য না করে পালিয়ে যাচ্ছিল। এখন বলে আমিও ব্যথা পাইছি। এতে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে তার গালে একটা চড় বসিয়ে দেই। এরপর জানতে চাই সে কি করে।

তখন সে জানায় একটি অফিসের পিয়ন। এতে তার প্রতি আমার অনুকম্পা হয় এবং তাকে ছেড়ে দেই। এঘটনায় আমার একটি মোবাইল নষ্ঠ হয়ে গেছে। এমনিতে রোজা রেখেছি তখন নিজেকে খুব ক্লান্ত মনে হযচ্ছিল। বারবার মনে হচ্ছিলো তখন যদি আমার উপর দিয়ে আরেকটি গাড়ি উঠে যেত।

যাক আল্লাহ বাচিয়েছেন। দোয়া করবেন যাতে আঘাত মারাত্মক না হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.