আমাদের কথা খুঁজে নিন

   

কৃষক ও হাল

শাফিক আফতাব-------- প্যান্টি দিয়ে বাড়ি মারছে বলদের পাছায় বলদ ধেয়ে যাচ্ছে অগ্রে ন্যাংটি তার খুলে যাচ্ছে বাতাসের ঝাপটায় জমি চষিছে সে এই ভাদ্রে। বলদের মুসলমানী হয়েছে সেই কবে বকোন দেখলে তার আজও দুঃখ বাড়ে তবু গাভীর পাছায় তার নাকের ডগা ডোবে ষাড়ের সঙ্গমেই তার আনন্দ মনের ভেতরে। মানুষ বুড়ো হলে দেহ মরে মন মরেনা শুনি স্মৃতি মন্থনে অলস বেলা কাটায় সুর নাই, লয় নাই তবু কত গুনগুনানী। সবকিছু লুপ্ত হয় জোয়ারের ভাটায়। আমার হালের সাথিরা একে একে পরপারে আমি একা বেঁচে এখন পৃথিবীর পরে। ০৮.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।