আমাদের কথা খুঁজে নিন

   

কৃষক ছেলে

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"

মোহাম্মদ সাইদুল ইসলাম কৃষক ছেলে খেলা ছেড়ে করছে দেশের সেবা, সারাটা দেশের অন্ন জোগায় লক্ষ্য করে কেবা। রৌদ্র দাহে সোনার তনু হয়েছে তাহার কালো, বৃষ্টি-ঝড়ে সিক্ত দেহের নামটি তাহার 'ধলো'। কাজল কালো অক্ষিমনি মিশকালো তার চুল, মুখ ভরা তার আলো আভা বললে কালো ভুল। মুখটা তারি মায়ায় ভরা চোখটা বড় বড়, সুখ সবিতার স্রোত যেন বইছে খরতর। চৈত্র মাসে কাঠ ফাটা রোদ অগ্নি যখন ঝরে, কৃষক ছেলে আলস্যহীন ঐ মাঠে কাজ করে। সোনার তনু সিক্ত তাহার ঘামের ফোঁটা জলে, সেই জলেতে রবির কিরণ স্বর্ণ খেলা খেলে। ওদের অন্নে চলছে সবে চলছে সারা দেশ, এত্তো মহান উপকারেও নাইকো গর্ব লেশ ! সত্যিকারে দেশের প্রেমিক দেশের সে যে আশা, ভন্ড প্রেমিক ছুঁড়ছে গালি দেশের ওরা ‘চাষা‘ । ওরা দেশের বিত্ত খনি দেশের অলংকার, ওদের দেখে খর্ব হোক সবার অহংকার । [ বিঃ দ্রঃ এ কবিতার প্রতিটা লাইনে ১৭ টা করে অক্ষর রয়েছে। ]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।