আমাদের কথা খুঁজে নিন

   

কৃষক



কৃষক যায় মাঠে জমি চাষ করবে তাই সারাদিন খাটে। তাদের কাজ দেখে হাসে প্রকৃতির পাঠশালা, ভাটিয়ালি, মারফতি গান করে উড়িয়ে দেয় গলা। ক্লান্তহীন পথিক হয়ে, রোদের তাপ শরীরে সয়ে, এত শ্রমের পরেও তাদের মুখে হাসি ঝরে, এবং তারা গান গায় নবীন উচুস্বরে। ফসল যখন পাকে, সোনালী ধানের মুক্ত গন্ধ ছড়িয়ে পরে গায়ে, বিভোর হয়ে কাজে রত থাকে ঘরের বৌ মায়ে। শিশির ভেজা শীতের সকালে, দিনভর কাজ করে কৃষক ফিরে আসে বিকেলে। নূরে আলম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।