আমাদের কথা খুঁজে নিন

   

আমি বৃষ্টিতে ভিজেছি

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আমি বৃষ্টিতে ভিজেছি by -দেবু ফরিদী (DEV D NIPUN) আমি বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টির গান গেয়েছি । আমি আকাশের কান্না দেখে চোখ ভিজিয়েছি... আমি কাঁদতে চাইনি, কষ্ট পেতে চাইনি । তবু বৃষ্টি আমায় ব্যাকুল করে কাঁদিয়ে ছেড়েছে... আমি হারতে চাইনি, তবু হেরেই গিয়েছি । আমি অনেক চেষ্টা করেও হারটা এড়াতে পারিনি । আমার আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, সুখের রাশ ভারি হয়ে দুঃখ সেজেছে । আমার দু’চোখ বেয়ে অশ্রু, অশ্রুর ধারা থামেনি । আমার বুকে পাহাড়সম কষ্টেরা মিলিয়ে যায়নি... আমি স্বপ্ন দেখে তোমায় আঁকি স্বপ্নের তুলিতে, আমার হয়নি পাওয়া তোমায়, আমার লাগছে একা ভারি... আমি বৃষ্টি দেখেছি, রিমঝিম শব্দ শুনেছি আমি আমার শরীরে বৃষ্টির ফোঁটায় তোমার পরশ পেয়েছি... আমি বৃষ্টি ছুঁয়েছি বৃষ্টির গন্ধ পেয়েছি আমি ভিজতে গিয়ে হাতের ছোঁয়ায় তোমায় চেয়েছি... আমি বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিকে ভালবেসেছি । আমি আমার অনুভূতির মাঝে বৃষ্টি খুঁজেছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।