আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে বিব্রত আমি।

সৃষ্টি সুখের উল্লাসে।

পরীক্ষা আর ব্যস্ততায় অনেক দিন ব্লগে আসা হয়না। অবশ্য আগামি মাসের ৫ তারিখ পর্যন্ত এই ব্যবস্ততা থাকবে। যাই হোক এর মাঝেই আপনাদের সাথে দেখা করে গেলাম, এই আর কি। আপনাদের সাথে বৃষ্টি নিয়ে ঘটে যাওয়া বিব্রত কর অভিজ্ঞতার কথা শেয়ার করব বলে এখানে।

ঘটনাটা ২০০৩ সালের তখন আমি মাত্র ক্লাশ টেন-এ পড়ি। বৃষ্টির দিন, কোন এক কারণে মাদ্রাসা সেদিন তাড়াতাড়িই ছুটি দিয়ে দিয়েছে। আমাদের মাদ্রাসার অদুরেই একটি স্কুল ছিল। সকাল সিফটে মেয়েদের ক্লাশ হত। ওদের ছুটি হত ১২ টায়।

সেদিন মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। রাস্তা ফাকা দেখে আমি রাস্তার রাজার মতই বেশ ভাব নিয়ে হেটে বাসায় যাচ্ছিলাম। মাথায় ছাতা। ছাতাটা সুইচ টিপে খুলতে হত আবার সুইচ টিপেই বন্ধ করতে হত। ভাব নিয়ে হাটতে হাটতে বেখেয়ালে হঠাৎ সুইচে যেই না চাপ লাগা আর অমনি মাথার উপর ছাতাটা ঝুপ করে বন্ধ হয়ে গেল।

কিছু বুঝে ওঠার আগেই জামা-কাপড় ভিজে সাড়া। হুস ফিরতেই শুনি পেছন থেকে বালিকাদের হাসির শব্দ। পেছনে তাকিয়ে দেখি স্কুল-বালকারা, আমার দুর্দশা দেখেই হাসছে। ভর বৃষ্টতেও কান গরম হয়ে গেল। কোন রকম দৌড়ে এক বাসার ঢুকে তাৎক্ষনিক লজ্জার হাত থেকে নিজেকে রক্ষা করেছিলাম।

বৃষ্টির দিনে মাঝে মাঝেই ঘটনাটা মনে পড়ে, আর তখন বেশ হাসি পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।