আমাদের কথা খুঁজে নিন

   

একটি 'নন্দিত আমাদের' নান্দনিক বায়োডাটা

'যত দোষ নন্দঘোষ......' আমরা সবাই নন্দঘোষ। তুমি, আমি, সে, তিনি, তোমরা, তাহারা, আমরা সবাআআই.......। মূল্যের মূলো আর ভ্যাজাল ফ্যাজাল দূরে রাখো। চির 'মুরুক্ষু' এই আমাদের নন্দঘোষেদের জন্য তেল হলো মূখ্য বিষয়। তেল মেখে, তেল মাখিয়ে, তেল ঢেলে দিয়ে, তেল শুষে নিয়ে, তেল নিংড়ে নিয়েই আমাদের নান্দনিক জীবন যাপন।

কেবল একটুখানি সুযোগের 'যোগ' বলে কথা। সেতো সবার হয়না। তবে তার পেছনে খানিকটা ছুটতে দোষ কি! 'মোক্ষম সময়' বলেতো একটি কথা রয়েইছে। তার সদ্ব্যবহারের দায়িত্বটুকুতো নেবার মত মনবল, জনবল, বাহুবল, রাহুবল ইত্যাদি সবারতো আর নাগালের মধ্যে থাকেনা, আসেওনা। কারণ এই সমস্ত 'বল' এর 'বল' অর্থাৎ শক্তি বা ক্ষ্যামতাও সবারই থাকেনা।

আবার এই 'বল' কিন্তু সেই বলের মতই কেবল গড়িয়ে চলে এ কোন সে কোন। নানান কসরৎ, মগজ যুদ্ব, মূল্যযুদ্ধ, মল্লযুদ্ধ ইত্যাদি যুদ্ধময় সময় কোন মতে কাটিয়ে উঠে বছর পাঁচেক পরপর একদিন করে গলা এবং ঢোল দুইই সমান জোরে বাজিয়ে, সেজেগুজে আকর্ণ হাসি হেসে বুড়ো আঙুলের ডগায় অনপনেয় কালি মেখে শুদ্ধ হই এই আমরা নন্দঘোষেরা। বাড়ী ফিরে বলি, এইবার হবেই .......। এতকিছুর পরও আমাদের দীর্ঘরাত কিছুতেই ফিকে হয়না। সূর্য্যের সোনালী রং সেই তেল-কালিতেই আটকে থাকে।

আমাদের পুনরায় গড়ে ওঠা আস্থা-বিশ্বাস আর ভালবাসা মুহূর্মুহু মিথ্যে অঙ্গীকারের ঝাপটায় কোথায় বিলীন হয়ে যায়....আমরা প্রতি পাঁচ বছর নন্দঘোষই থাকি। এই আমরা সব্বাই চির নন্দঘোষ। আমাদের পরিচিতির পাতায় এর বেশী কিছু যোগ হবার নেই আর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.