আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্ন হেটে বেড়ায়

আমি একজন সাংবাদিক আমার স্বপ্ন হেটে বেড়ায় সন্ধ্যার শান্ত নদীর মত ঝরা বকুলের কান্নার মত হৃদয় গহীনে এক আকাশ শোকার্ত মেঘ জমেছে আজ। সেই সরষে ফুলের ক্ষেতে, শব্দহীন ভালবাসার তরঙ্গ মালা আর খুঁজে পাই না। মানচিত্র জুড়ে অগণিত কৃষকের বিবর্ণ মুখ ভেসে উঠে রাত্রির বাতাসে। সেই কতকাল আগে কোন এক ফুল ফাল্গুনে রাশি রাশি আম্রমুকুলের সুরভিত ঘ্রাণে অবিচ্ছন্ন ছিলাম আমি সেই দু’টি চোখের তারায়। আচছন্ন ছিল স্বপ্নময় জীবনের প্রতিচ্ছবি এসেছে আবার বসন্ত দিন, ফুলে ফুলে আচ্ছন্ন বনভুমি, ভালবাসার সুখ পাখিটা এখন ফেরারী। সেই উত্তাল মার্চে ফাগউণ ফাগুন আগুন ঝরা দিনে চলে গিয়েছিলে মৃত্তিকাকে ভালবেসে স্বপ্নচোরা তীরভাঙ্গা নদীর মত, বুকের গহীনে ঢেউ ভেঙ্গে ভেঙ্গে গিয়েছিল সেদিন। ফিরে আসোনি কখনো এখন বসন্ত হাওয়ায় শিমুলের চোখে তোমাকে খুঁজে ফিরি চৈতি হাওয়ার বুকে, পলাশের ভালবাসার গানে তোমাকে দেখি। মনে হয় আশোকের রক্তলাল শুভেচ্ছায় তুমি এসোছো ফিরে, আমার এই কষ্টের নীড়ে রক্তাক্ত নদী পেরিয়ে। এখন দিগন্ত পল্লবিত কচি ধানের ক্ষেতে আমার স্বপ্ন হেটে বেড়ায় জীবন নদীর ছোঁয়ায় এই সবুজ বাংলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.