আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ না ফুলিশ ? কিছু প্রশ্নের উত্তর চাওয়ার দুঃসাহস !

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে দেখে খুশিতে টগবগ করতে করতে সকাল বেলা অফিসের কাজ ফাঁকি দিয়েই লিখতে বসলাম । আমাদের গুণধর পুলিশ শুধু কি বিরোধী দলের জন্য ? তা না হলে সাগর রুনি হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে ৪৮ দিন ও অতিবাহিত হল কিন্তু বালের পুলিশ কিছুই করতে পারলো না । তা না হলে সৌদি দুতাবাসের কর্মকর্তা হত্যাকাণ্ডের এত দিন পরও পুলিশ অন্ধকারে কেন ? তা না হলে বাচ্চু রাজাকারের মতন ঘৃণ্য লোকটা কিভাবে সিমান্ত পেরিয়ে ভারত হয়ে পাকিস্থান গেল ? না কি সীমান্তে উনাকে জামাই আদরে পার করে দেওয়া হয়েছে ? কালো চশমা পরিহিতরা সবাইকে নির্বিশেষে ক্রসফায়ার করতে পারলেও এদের কে কেন পারে না ? সাধারন জনতার উপর এত অত্যাচার করতে পারে কিন্তু সন্ত্রাসীদের বেলায় , রাজাকারদের বেলায় , সরকারেরে গুন্ডা -পাণ্ডা ,বদমায়েশ , শেয়ারখেকোদের বেলায় , ছাত্রলীগের সোনার ছেলেদের বেলায় কেন চুপ ? না কি এই দেশে পুলিশ শুধু বিরোধী দলের আন্দোলনে বা সাধরন জনতা , যেমন কাদের , লিমন , বা আমিন বাজারের ছাত্রদের বেলায় নিজেদের ডাণ্ডাটি ব্যাবহার করে ! এতে কি সাহারা খাতুন খুশি হয় না কি প্রধানমন্ত্রী নিজেই বাহবা দেন । পদ্মা সেতু নিয়ে মাল বলেন এক কথা আর কাদের সাহেব নলেন ঠিক তার উল্টা কথা !!!! কি মিল মহব্বত সরকারের মাঝে ! সব অমিল যেন আমাদের বেলায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.