আমাদের কথা খুঁজে নিন

   

চীনে "মেইড ইন বাংলাদেশ" লেখা পণ্য

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না চীনে "মেইড ইন বাংলাদেশ" লেখা পণ্য আজকে আমার ২ চাইনিজ বন্ধু জানাল, ওরা নাকি টি-শার্ট কিনেছিল, যাতে লেখা ছিল "মেইড ইন বাংলাদেশ" এটা শুনে মনটা আমার নেচে উঠল, খুবই ভাল লাগছে। ওরা টি-শার্টের কোয়ালিটির প্রশংসা করেছে। এতদিন মনে করতাম চাইনিজরা নিজের দেশের থাকলে অন্য দেশের পণ্য কিনে না। আজ জানলাম সস্তা দামে ভাল কোয়ালিটির হলে ওরাও ভিনদেশী পণ্য কিনে। ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি চুন জানিয়েছেন বাংলাদেশের প্রায় ৪ হাজার ৩০০ পণ্য চীন শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে।

যেখানে বাংলাদেশের বাজার "মেইড ইন চায়না" তে সয়লাব সেখানে চীনে "মেইড ইন বাংলাদেশ" লেখা পণ্য দেখলে ভালই লাগে। যারা চীনে পড়ালেখা/চাকরি করতে আসবেন তারা অবশ্যই ইলেকট্রনিক্স পণ্য ছাড়া অন্য যে কোন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য যা আপনার লাগবে চলতে ফিরতে সেগুলো অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। এখানে প্রত্যেকটা জিনিসের দাম দেশের তুলনায় বেশি, কারন চাইনিজ সরকার অভ্যন্তরীন বাজারে প্রত্যেকটা জিনিসের উপর খুব বেশি পরিমানে ট্যাক্স আরোপ করে থাকে কিন্তু রপ্তানির ক্ষেত্রে চীনা সরকারের নীতি পুরোপুরি উল্টো। সেক্ষেত্রে যতদূর শুনেছি ট্যাক্স নাই বললেই চলে- তাদের টার্গেট পণ্যের দাম যতদূর সম্ভব কমিয়ে বিদেশের বাজার দখল করা। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চাইনিজকে চিনি যারা বাংলাদেশে চাকরি করে, এরা যখন চীনে আসে তখন ব্যাগ ভর্তি করে বাংলাদেশ থেকে জিনিস নিয়ে আসে।

চায়না ইস্টার্ন এয়ারলাইনস্ এ ২০ কেজি আর সাউদার্ন এয়ারলাইনস্ এ ২০ কেজি মালামাল নেওয়া যায় বাংলাদেশে একটা চাইনিজ ইলেকট্রনিক্স পণ্য যে দামে পাওয়া যায় ঐ একই মডেলর পণ্যের দাম চায়নাতে বেশি, এর প্রথম কারন চায়নাতে আফটার সেলস্ সার্ভিস খুবই ভালো, দ্বিতীয়ত আমি শুনেছি বাংলাদেশী ব্যবসায়ীরা অর্ডার দিয়ে পণ্যের উপরে লেটেস্ট মডেল লিখিয়ে নেয় কিন্তু ভিতরে কোয়ালিটি থাকে আগের মডেলের। আমি পেনড্রাইভের ক্ষেত্রে এটা দেখেছি, একই ব্র্যান্ডের পণ্য দেশে কেনাটার ডাটা ট্রান্সফার রেট খুবই স্লো। আর যেগুলোর কোন ওয়ারেন্টি, গ্যারান্টি নেই সেগুলো ফুটপাতে বিক্রি হয় যেমন মেমোরি চিপগুলো কেজি হিসেবে বিক্রি হয়, এগুলো অনেক সস্তা। সুপারিশ: ইংরেজি ভাষাভাষীরা China শব্দের উচ্চারণ করে ছায়না কিন্তু আমরা অধিকাংশই বলি চায়না, এটা কি ঠিক করা যায় না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।