আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপোলো হাসপাতাল এদেশে এসেছে চিকিত্‍সা সেবা নয় চিকিত্‍সা ব্যবসার জন্য.

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... বৃহস্পতিবার কালের কণ্ঠে একটা নিউজ পড়ে অবাক হবার চাইতে অনেক বেশী পীড়া অনুভব করলাম। মনে হচ্ছিলো কয়েকটা গ্রেনেড নিয়ে নকশালপন্হীদের মত অ্যাপোলো হাসপাতালটা উড়িয়ে দেয়। হায় ঈশ্বর সে ক্ষমতা আমার নেই। বারিধারার পাশে এক দরিদ্রব্যাক্তির স্ত্রী গুরুতর অসুস্হ হওয়ায় দ্রুত পাশের বারিধারায় অবস্হিত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই দরিদ্রব্যাক্তিটি তার স্ত্রীকে বাঁচানোর চিন্তায় এতটাই অস্হির ছিলেন যে তিনি বুঝতেই পারেন নি এই হাসপাতাল তাদের জন্য নয়।

যথারীতি তাকে হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সামনে থেকে অসুস্হ স্ত্রীকে নিয়ে ফেরত যেতে হয়েছিল। কারন সেখানে দায়িত্বরত ব্যক্তিরা ইমারজেন্সীতে রোগী নিয়ে ঢুকতে দেয়নি, সাফ জানিয়ে দেয়া হয় ইমারজেন্সীতে রোগী প্রবেশ করাতেই ১হাজার ৭শ টাকা লাগবে এরপর বাকী খরচ। আর ওই হাসপাতালের সবচেয়ে গরীব বেডের ভাড়া চিকিত্‍সা বাদে দৈনিক ২হাজার ৫শ টাকা। কালেরকণ্ঠের সেই রিপোর্টার ব্যাপারটিকে সুন্দরভাবে ব্যখ্যা করেছেন। চিকিত্‍সা সেবা নয় টাকা টাকেই আগে প্রাধান্য দিচ্ছেন অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগী যদি মারাও যায় তাতে তাদের কোন যায় আসে না। সঙ্গত কারনেই সেই দরিদ্র লোকটি তার গুরুতর অসুস্হ স্ত্রী কে নিয়ে কয়েকঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আমি অবশ্য জানতে পারিনি সেই রোগী বেঁচে ছিলেন কিনা। অ্যাপোলো হাসপাতাল ভারত থেকে এসেছে চিকিত্‍সাসেবা দিতে নয়, বারিধারা, গুলশান, বনানী, ধানমণ্ডি এলাকার কোটিপতিদের টাকার গন্ধ শুঁকে। যারা কোটি টাকা, লক্ষ টাকা খরচ করবে তারাই যাবে অ্যাপোলোর মত হাসপাতালে।

এই দেশের বড় বড় হাসপাতালগুলো টাকার জন্য লাশ ফেরত দেয় না। মাঝে মাঝে সংবাদপত্রে এই ধরনের খবর পাই। টাকা যার শিক্ষা তার, টাকা যার চিকিত্‍সা তার। ইচ্ছা করে লাথি মেরে গুড়িয়ে দিতে এই ভণ্ড কালপ্রিটদের। হায় ঈশ্বর সে ক্ষমতা আমাকে দেন নি।

যাইহোক অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের এই আচরন মানবতার চরম সীমালঙ্ঘন। চিকিত্‍সাসেবার পরিবর্তে চিকিত্‍সা ব্যাবসার এটা মেনে নেয়া যায় না, তাদের দেশ থেকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়া হোক, লাথি মারার মত শক্তিশালী পা গুলো এগিয়ে আসুক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.