আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপোলো ১১ ইঞ্জিন উদ্ধার

আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে চাঁদে প্রথম মানুষ প্রেরণকারী নভোযান অ্যাপোলো ১১-র ইঞ্জিন। চন্দ্রবিজয়ের ৪৪ বছর পর ঐতিহাসিক নভোযানের ইঞ্জিনটি উদ্ধার হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস একদল অনুসন্ধানকারীর সহায়তায় ইঞ্জিনটি উদ্ধার করেন।
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি অ্যাপোলো ১১ নভোযান ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথমবারের মতো নভোচারি নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
বেশ কয়েকমাস আগে অনুসন্ধান দল সঙ্গে নিয়ে জেফ বেজোস অ্যাপোলো ১১-এর ইঞ্জিনের খোঁজে আটলান্টিকের তলদেশে অভিযান শুরু করেন। তারা সমুদ্রটির তলদেশ থেকে নানাধরনের নভোযানের যান্ত্রিক আবর্জনা তুলে এনে পরীক্ষা করেন এবং অ্যাপোলো ১১-এর ইঞ্জিনটির সিরিয়াল নম্বর খুঁজতে থাকেন। কিন্তু ৪০ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ায় এ বিষয়টি বেশ কঠিন হয়ে পড়ে।
বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর একজন কর্মী একটি যন্ত্রে বহু আকাক্সিক্ষত ২০৪৪ নম্বরটি আবিষ্কার করেন এবং ঘোষণা করেন, তারা অ্যাপোলো ১১-র ইঞ্জিন খুঁজে পেয়েছেন।
শুক্রবার বেজোস এক ব্লগে অ্যাপোলো ১১ ইঞ্জিনের সিরিয়াল নম্বর সংক্রান্ত বিষয়াদি বিস্তারিত জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.