আমাদের কথা খুঁজে নিন

   

রফিকুল আমিন আর মুন্নি শাহ! কে যে সাংবাদিক বুঝলাম না??

আইপিএল এর খেলার মাঝে চ্যানেল চেঞ্জ করতে করতে এটি এন নিউজ এ চলে গেসিলাম। দেখি খুবি চিত্তাকর্ষক একটা টকশো চলছে। এক পক্ষে ডেস্টিনির চেয়ারম্যান আরেক পাশে মুন্নি সাহা কে দেখে ভাবলাম, চরম একটা টকশো দেখব। ডেস্টিনি চেয়ারম্যান রফিকুল আমিন চূড়ান্ত অপদস্ত হবে। মাইন্ড সেট ছিল বেটা একটা প্রতারক আর মুন্নি সাহা দেশ বরেন্ন সাংবাদিক।

তাকে নিশ্চয়ই পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করে বারটা বাজায় দেয়া হবে। কিন্তু একি প্রশ্ন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি ২০১৪ তে ভেগে(!!) যাবেন? আপনার সব বিজনেস এর আগে ডেস্টিনি কেন? সবগুল কি এম এল এম? ..........আরও অসংখ্য হাস্যকর বেস ছাড়া প্রশ্ন। মূল কথা যেটা সেটা নিয়ে কোন প্রশ্ন নাই। কিভাবে আপনারা কোন কিছু উৎপাদন বা সেবা প্রদান ছাড়া প্রথম ১০ বছর বিজনেস করসেন, আপনাদের প্রোডাক্ট লাইন এত কম হওয়া সত্তেও এত কাস্টমআর বেস হয় কিভাবে। যেখানে আপনাদের প্রোডাক্ট এর কোন ব্যাবহার লক্ষ্য করা যায় না( খুব rare, হারবাল কিছু প্রোডাক্ট প্রথম দিকে ছিল বর্তমানে মনে হয় কিছু আছে) মুন্নি সাহা এর কথা এর ধরন টাই ছিল এমন তুমি যত যাই বল তাল গাছটা আমার টাইপ।

আমি ডেস্টিনি যত ঘ্রিনাই করি না কেন অদের চেয়ারম্যান এর উপর ইমপ্রেসড। তাকে চোর বাটপার সরাসরি ডাকার পর সুন্দর করে ডিফেনড করেছেন। বেটা ঠকবাজ হলেও বুদ্ধিমান। মুন্নি সাহা কেমনে যে এত বড় সাংবাদিক হইছেন বুঝি না। উনি একটা সাক্ষাৎকার নেয়ার জন্য প্রয়োজনীয় পড়াশোনা ও করতে রাজি না আবার বলেন আমি এম এল এম বুঝি না বুঝতে চাই ও না।

আমি জানি আপনি ভেগে যাবেন!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.