আমাদের কথা খুঁজে নিন

   

রফিকুল কারাফটকে ফের আটক, পুলিশ, RAB, ডিবি এর অস্বিকার

সময় বয়ে চলে তার আপন গতিতে

Rofiqul Islam Khan জামিনে বেরিয়ে আসার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে জামায়াতের ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খানকে ফের আটক করা হয়েছে। এদিকে কোনো ধরনের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আবারো আটকের প্রতিবাদে শনিবার বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আজহারুল বলেন, ছয়টি মামলার সবক’টিতে হাইকোর্ট থেকে জামিন পেয়ে শুক্রবার কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে রফিকুল ইসলামকে পুলিশ পাহারায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, কোনো ধরনের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে ফের আটক করা চরম অন্যায়, অমানবিক, মানবাধিকার লঙ্ঘন, আদালতের চরম অবমাননা ও সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী।

জামায়াত সেক্রেটারি জানান, গত ২৮ নভেম্বর দুটি মামলা থেকে জামিন পাওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা থেকে জামিন পান রফিকুল। ২ ডিসেম্বর জামিন নামা সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছে। তিনি জানান, ৩ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের আনুষাঙ্গিক কাজ শেষ করে রফিকুলকে মুক্তি দেয়ার কথা জানায়। কিন্তু দুপুর ১২ দিকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক এসে কারাফটকে অপেক্ষমান জামায়াত নেতা, আইনজীবী ও রফিকুলের আত্মীয়-স্বজনকে সরিয়ে দেয়। দুপুর ১টার দিকে রফিকুলকে কারাফটক থেকে বের করে কড়া পাহারায় অপেক্ষমান সাদা মাইক্রোবাসে উঠানো হয় এবং অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

তাকে কে বা কারা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই জানায়নি। আজহারুল বলেন, ‘আমরা কারণ জানতে চাইলে ওপরের নির্দেশেই রফিকুলকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় সেখানকার উপস্থিত পুলিশ সদস্যরা। তবে এখন পর্যন্ত কেউ এর দায়-দায়িত্ব স্বীকার করেনি। ’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ইজ্জদ উল্লাহ, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আযাদ এমপি, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ প্রমুখ। সুত্র: আরটিএনএন



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.