আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার লজ্জা ঢাকতে আলোমতির অব্যাহত প্রপাগান্ডা! দেশের বেলায় ছিল উল্টো

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বস্ত্রহীন ভারতের গায়ে পোশাক পড়ানোর চেষ্টা আর বস্ত্রাবৃত বাংলাদেশের বস্ত্রহরণ! বদলে দাও! ভারতের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার লজ্জা ঢাকতে আলোমতির প্রপাগান্ডা অব্যাহত রয়েছে। তাদের আজকের শিরোনাম অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। সেনা প্রধান ভি কে সিং বাংলাদেশের বেলায় তাদের এ প্রচেষ্টা ছিল দেশকে আরো কলঙ্কিত করার।

সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে যখন ভারতজুড়ে অস্বস্তি, তখন বাংলাদেশ থেকে প্রকাশিত আগা-গোড়া ভারতপন্থী একটি পত্রিকা তাদের ভারতমাতার লজ্জা ঢাকতে শিরোনাম করল, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন- ভারতে অভ্যুত্থানের চেষ্টা, নাকচ সরকার ও সেনাবাহিনীর। অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় চেতনায় বিধ্বস্ত বাংলাদেশে আ.লীগের সীমাহীন ব্যর্থতা আড়াল করে হিন্দস্থানের মনোরঞ্জন অব্যাহত রাখতে আমাদের সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার বায়বীয় বিষয়টি নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পত্রিকাটি শিরোনাম করেছিল, সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন ; সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ও সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ (ভিডিও) ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন- ভারতে অভ্যুত্থানের চেষ্টা, নাকচ সরকার ও সেনাবাহিনীর- প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৫-০৪-২০১২ সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন ; সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ও সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ (ভিডিও). প্রথম আলো- তারিখ: ১৯-০১-২০১২ ভারতের ঘটনায় সেনাবাহিনীর একটা অংশ অস্ত্রসহ মুভ করেছিলো, সেটা কে সুন্দর করে কভার দেয়া হলো। আর বাংলাদেশের ঘটনায় অস্ত্র অথবা সেনা মুভের কোনো ঘটনাই ঘটে নাই, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে সারা বিশ্বকে দেখানো হলো। হায়রে বদলে যাও, বদলে দাও!! ভারতে সামরিক অভ্যুত্থানের একটি চেষ্টা নস্যাত্ করে দিয়েছে সরকার। গত ১৬ জানুয়ারি রাতে ভারতীয় সেনাবাহিনীর দুটি সশস্ত্র ইউনিট গোপনে দিল্লির উদ্দেশে রওনা হয়।

তাদের উদ্দেশ্য ছিল মনমোহন সরকারের পতন ঘটানো। তবে সরকার ত্বরিত ব্যবস্থা নেয়ায় অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ ঘটনায় ভীত হয়ে পড়ে ভারত সরকার। এরকম তথ্য দিয়ে খবর প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস। The January night Raisina Hill was spooked : Two key Army units moved towards Delhi without notifying govt শিরোনামে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতাজুড়ে প্রকাশিত এই খবরে শুধু ভারত নয়, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশ্বজুড়েই।

ঘটনার বিস্তারিত. বিবাহহীনতা, পরকীয়া, নগ্নতা, নির্লজ্জতা ও সমকামিতার মত বিকৃতির ধারাবাহিক ক্যাম্পেইনের উদ্দেশ্য কি?. 'বদলে যাও বদলে দাও' এর নামে শৈল্পিক মিথ্যাচার ও কপটতার পোস্টমর্টেম . বি. দ্র. দোয়া করি সবাই অন্ধকার থেকে আলোর পথে আসুক। তবে কালোকে কেবল বয়কটই নয়, অন্ধকার দূরীভূত না হওয়া পর্যন্ত তার অনিষ্ঠতার ব্যাপারে সমাজকে সতর্কও রাখতে হবে। দেখবেন বিএনপি ক্ষমতা এলেও এসব সুশীলরা বরাবরের মতই ক্রীম খাবে!! পত্রিকাটি আমেরিকার মত সব ক্ষমতাসীনের কাছ থেকেই সুবিধাভোগী। বিশেষ সরকারের সময়ে তাদের মাইনাচের ফর্মূলা সফল হয়নি। এখন পত্রিকাটি আসলে কি চায়? কেন এই হলুদ সাংবাদিকতা? তারা কি দেশকে কোন বিশেষ টার্গেটে বিরোধীদলশূন্য করে আধিপত্যবাদীদের স্বার্থের জন্য অনুকূল একদলীয় কোন শাসন চালু করতে চায়? অন্ধকারের বিরুদ্ধে আলোর অভিযান চলবেই হলুদ সাংবাদিকতার দিন শেষ, তরুণ প্রজন্ম ও ব্লগের বাংলাদেশ View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.