আমাদের কথা খুঁজে নিন

   

নির্লিপ্ত ‍লিপ্ততা

নির্লিপ্ত ‍লিপ্ততা ফরিদ উদ্দিন মোহাম্মদ তোমায় নিয়ে একটা প্রজাপতি রঙের কবিতা লিখতে বলেছিলে অথচ আমি কবি নই এক বিন্দুও তোমার চোখের দিকে তাকালেই আমায় কে যেন বলে ওঠে- পৃথিবীর সমস্ত সুন্দর কবিতা ভ্রুণ তুমিই প্রসব কর; কি অবাক দেখ, আমার নির্লিপ্ত চাহনি একটা চরনও ধরতে পারেনা তোমার দু’চোখে জমা অনন্ত ভান্ডার থেকে বরাবরই তোমার কাছে ব্যর্থ কবির মত ব্যর্থ প্রেমিক রয়ে যাই অত্যাধিক সব কিছুই মানুষকে পাথর করে দেয় ভেতরটা জানান দেয় আমিও মানুষ; সৈন্দর্যের গভীরতা আমায় সত্যিই পাথর করে তোলে আকাশ মানে যদি শূণ্যতা হয়, সে শূণ্যতায় হারিয়ে যাই পলকেই শূণ্যতার অপর নাম গভীরতা; আর গভীরতা মানেই অতৃপ্ততা সহস্র শতাব্দি আমি অতৃপ্ত থেকে যাই লাবন্যতা আহরনে অতৃপ্ত এই নগরীতে মিথ্যে আমি কি করে কবিতা বুনি তোমায় নিয়ে অথচ তুমি প্রজাপতিই থেকে যাও আর আমি আজন্ম রঙন্ধ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।