আমাদের কথা খুঁজে নিন

   

নির্লিপ্ত ময়ুর এক

আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে। নিজের ডিমের কথা ভুলে পিতৃপুরুষের অস্থি গুনে হাঁটে নির্লিপ্ত ময়ুর এক। কালের ওম মাখা নীল পেখম বর্ষার স্মৃতি ছেড়ে হেঁটে যায় দিনের শেষে, তবুও ভাসে ভোরের কথা তার চুম্বক দুই চোখে- দিকভ্রান্ত পাখির চাহনী ছাড়িয়ে হাঁক ছাড়ে ঘুমহীন নিরুদ্দেশ। হয়তো নিজের পাজর ভেঙ্গে এনেছে সে বিষাদ গাঢ় রক্তিম এক ফল নৈকট্যে তার অমরাবতী। অজস্র বর্ষার স্মৃতির সাথে অনিঃশেষ লাবন্য মাখে নিকট আর দূরের সমূহ পথ ঠিকরে উঠে সবুজ চামড়ার ভাঁজে। > ব্যবহৃত চিত্রকর্ম ফিল দ্যা কালার্স অব লাইফ সাইট থেকে নেয়া।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।