আমাদের কথা খুঁজে নিন

   

নির্লিপ্ত নিসর্গের মাঠ

বাঙলা কবিতা ।। নির্লিপ্ত নিসর্গের মাঠ ।। ----------------- এইসব টিয়াপাখি আসলে কী সত্যি গুপ্তচর! দ্যাখ, ধান কেটে নিয়ে যাচ্ছে দূরে... এইসব ইঁদুর, বেহায়া আর সত্যি বলতে কি, যথেষ্টই ভবঘুরে! গর্তের ভেতরে তার সাত-বউ, ঘুমোচ্ছে দিনভর; এই নৌকা, ধানশীষ, তুখোড় লাঙল... সবই তো গ্রামের! ওদিকে রাজধানীময়, এতো ঝড়, ঝগড়া-ফ্যাসাদ মানুষের? শালাদের হাল বাইতে বল! খটখটে এমন জমিনে শুধু চুইয়ে পড়ে শরীরের জল আমাদের ধান, পান, ভূট্টা, ছাতু, ভাত ও মুড়ির কী হবে? শালাদের ডেকে প্রশ্ন কর! গ্রামের সমৃদ্ধি ছাড়া, এতো সুখ শহরে সম্ভবে? ০২. আহা রে পুকুর ভর্তি এতো চুন, এতো সার, ভীনদেশী মাছ আহা রে ক্ষেতের আলে ইয়া লম্বা ইউক্যালিপটাস আহা রে ডহর-পাশে হলুদ ফুলের রেণু, অ্যাজমাদায়ী এআকাশমুনি আহা রে কী অগ্রগতি! প্রকৃতির হন্তারক, খুনি... আহা রে হলুদ-ক্ষেত পাশে রেখে, আরও আরও তেজি শটিবন আহা রে, আহা রে, গিলে খায় উন্নয়ন! ০৩. কে কাকে কী বলছে, ও সব শুনিস নে বাপ, লাঙল চালা! লুঙ্গি ফাটা? গেঞ্জিও নাই! পোশাক থোরাই কেয়ার করি! কাতিমাসে, ভাব তো ব্যাটা, উঠবে হাতে ভাতের থালা? আম-বেগুনের বাগান জুড়ে টুনটুনিরা করছেটা কী? আমরা ফলাই, ধান ও কলাই, ছ'সাত মাস তো উপোষ থাকি... আয় তবুও গলা ছেড়ে ধান-কিষানের গানটা ধরি! কে কাকে ঠিক দেখছে কেমন, ধারিস নে ধার, ফসল ফলা! বিষ্টি এলেই কাঠফাটা মাঠ, দেখবি আবার রজঃস্বলা... -----------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।