আমাদের কথা খুঁজে নিন

   

ব্র্যাক ইউনিভার্সিটি: ইভটিজিং এর প্রতিবাদের ফলাফল আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শেষ বর্ষের ছাত্র

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! ঢাকার মহাখালীতে অবস্থিত স্বণামধন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকাল চারটা দিকে বরাবরের মতোই এক ছাত্রীকে উতক্ত করে স্থানীয় কিছু বখাটে ছেলে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রতিবাদ করতে গেলে তার উপর উপর্যপুরি ছুরিকাঘাত সহ রড এবং অন্যান্য ধারালো অস্ত্র সহ নির্মম ভাবে তাকে আহত করা হয়। পরে অন্যান্য ছাত্রদের সহযোগীতায় গোলাম কিবরিয়া অভি নামে এই ছাত্র টিকে মুমুর্ষ অবস্থায় মহাখালীস্থ মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউ তে স্থানান্ত্মর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত্ম ছেলেটির অবস্থা অশংকা জনক।

সাম্প্রতিক সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারিদিকে স্থানীয় বখাটেদের উৎপাতে সাধারণ ছাত্রদের ভয় কাজ করছে। অনেকদিন ধরেই ছাত্রীরা শিকার হয়ে আসছে ইভটিজিং এর। এমনকি কয়েকবার কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক মোবাইল এবং টাকা পয়সা ছিনতাই করা হয়েছে। এসবের প্রতিবাদ করায় এবার হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে ইসিই (ইলেকট্রিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের শেষ বর্ষের ছাত্র অভিকে। এসকল বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলর কে জানানো হলে রহস্য জনক ভাবে তারা নিশ্চুপ থেকেছেন এবং অত্যন্ত্ম অভিভাবকহীনতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ জারী করে এই মর্মে যে- স্থানীয় নেতা এবং কারো সাথে কোন সংঘাতে না জড়াতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চা এবং সিগারেটের দোকানে আড্ডা থেকে বিরত থাকতে বলা হয়।

চরম দায়হীনতার এই নোটিশের সারমর্ম কি এই -” সন্ত্রাসের ভয়ে ঘাপটি মেরে বসে থাকো ক্লাসরম্নমে”। আমরাও চাই না সংঘাত, আবার এও চাই না আমার কোন বোন, আমার ক্লাসমেটকে কেও কটু কথা বলুক আমারই সামনে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোন প্রতিসংঘাতে না জড়িয়ে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন এর আহ্বান করেছে। বিষয়টি নিয়ে জনসাধারণ, সংবাদমাধ্যম এবং সংশিস্নষ্ট সবার দৃষ্টি আরোপ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.