আমাদের কথা খুঁজে নিন

   

তুষার বাঘ ।। ইউসেফ কমুনায়েক

বাঙলা কবিতা তুষার বাঘ ।। ইউসেফ কমুনায়েক ========== ভূতুরে সূর্য, অর্ধ- লুক্কায়িত, কোথায় ভেগে গিয়েছিলে? সর্বদাই থাকে অন্য কোনও এক প্রাণীর মা, যে কিনা জন্মই নেয় তার অপত্য শিশুটির জন্য যুদ্ধে নামবে বলে। যাই হোক, হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসো পলায়ন থেকে, শিরদাঁড়া সোজা করে হাঁটো একজন মানুষের মতো, এবং শাদা মাঠের দৃশ্যপটের ভেতর আবারও নিজেকে লুকিয়ে ফেলতে ফেলতে, তুমি হয়তো প্রশ্ন করতে পারো: তা হলে, ক্ষুধাই কি একমাত্র আবেগ! নীরস এই নৈঃশব্দ্যের ভেতর কোনই প্রাণ স্পন্দন নেই, নড়াচড়া নেই, শুধু__ কতিপয় চোখ আর স্নায়ুতন্ত্রীগুলোর উদ্ভাসন। আরেক ঋতুতে যদি গুহা-উত্থিত কান্নায় নিজেরই মস্তিষ্কে কোণঠাঁসাও হয়ে পড়ো, তথাপি ভুলতে পারবে না এই ভূ-নিসর্গে, অপরূপ এক ঘোড়া ভাষান্তরিত হয়__ হাতে বন্দুক-ধরা কোনও এক মানুষে। =========== ইউসেফ কমুনায়েক : জন্ম ১৯৪৭ সালে, ভিয়েতনামের লুসিয়ানায়। ১৯৯৪ সালে পুলিৎজার পুরস্কার ও কিংসলে টাফট পোয়েট্রি এওয়ার্ড পান। ইউসেফ একাধারে বুদ্ধিজীবী, অধ্যাপক এবং কবি। ---------------- তার বর্তমান কবিতাটি,"Snow Tiger" শিরোনামে "Poetry (April 2012)," সংখ্যায় প্রকাশিত হয়েছে। ====রহমান হেনরী@২০১২, বাংলাদেশ====

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।