আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ তুষার



প্রায় দুই বছর আগে কানাডা এসেছিলাম, বিদ্যালাভের মানসে। থেকে যাওয়ার ইচ্ছা কোনকালেই ছিলনা। সত্যি বলতে, দেশ ছেড়ে আসার আগে অনেকবার মনে হয়েছে কি হবে এত ডিগ্রী নিয়ে - থাকি নিজের দেশে নিজের মানুষজনের মাঝে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন এর শুরু থেকে ইচ্ছা ছিল নামের আগে ডক্টর লেখার। কাজেই আসতেই হল।

আর এখন মনে হয়, হিসাবে ভুল করে ফেলেছি। জীবনে সুখি হতে ডিগ্রী লাগেনা, পদবিও লাগেনা। যা লাগে তা হল আপনজনদের কাছে পাওয়া। বাবা-মা এর সেবা করতে পারলে, নিজের দেশের বাতাসে শ্বাস নিতে পারলে অনেক না পাওয়া কে মেনে নিয়ে বেঁচে থাকা যায়। এক সময় মনে হত বিরাট চাকরি, অর্থ-প্রাচুর্য্য আর সম্মান আয় করার জন্য ত্যাগ স্বীকার করা এমন কোন ব্যপার না।

এখন মনে হয় জীবনের এই মুহুর্তে যদি খুশি না থাকতে পারি, তাহলে ভবিষ্যত এ সুখি হওয়ার জন্য কস্ট করে লাভ কি? যদি আজ রাতে মারা যাই, তাহলে বিশ বছর পর কি হতে পারতাম তাতে কি কারো কিছু এসে যাবে? মাঝেমাঝে ভাবি - আগেই কি ঠিক বুঝতাম, নাকি এখন এতদিনে জীবনের আসল মানে জানলাম? আগে কি ভুল করছিলাম, নাকি এখন ভুলের জালে আটকা পড়লাম?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।