আমাদের কথা খুঁজে নিন

   

তুষার কন্যা

চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি

বরফস্নাত পাহাড়চুড়ায় সকালের রোদ আছড়ে পরে রাঙ্গিয়ে তুলেছে। খোড়ার খুড়ের বারংবার আসা যাওয়ায় বরফ গলে কর্দমাক্ত হয়ে পড়েছে ঢালু পথ। সত্যিই এক বিপদজনক অনুভুতি। একদিকে খাড়া পাথুরে পর্বত অপর পাশে খভীর গিরিখাদ। যে কোন অসতর্ক পদক্ষেপ মুহুর্তেই ঠেলে দেবে অকাল মৃত্যুর দুয়ারে।

তবুও কে বসে নেই। আসন্ন বিপদের ঝুকি মাথায় নিয়েই দুঃসাহসী অভিযাত্রী প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্যকে উপভোগ করতে সামনে এগিয়ে যান। দীর্ঘ গাছের সারি বরফের চাঁদর ভেদ করে উকি দিয়েছে যেন নতুন সূর্যের পানে। এক মধুর আলো ছায়ার খেলা পুরো উপত্যাকা জুড়ে, ফাকে ফাকে ঝিলিক দিয়ে পড়ছে মীরার মুখ মন্ডলে। আমি মনে মনে ভাবি, কে বেশী সুন্দর -প্রকৃতির অপরৃপ সৌর্ন্য ভান্ডার শিমলা নাকি তুষার কন্যা ছোট্ট মীরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।