আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্কুল পাঠাগারের জন্য বই সংগ্রহ করছি।

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! বাকলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়টি চট্টগ্রামের বাকলিয়াতে, সেখানে আরো কিছু স্কুল আছে। স্কুলটির সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক আছে কারণ আমার দাদা মৌলভী আহমদ চৌধুরী ঐ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমার ছোটবেলায় দাদা এই স্কুল তৈরি করেছিলেন। পরে ২০০৪/৫ সাল থেকে আমি সময় পেলে ঐ স্কুলে যাই, দাদার নামে একটা বৃত্তিও চালু করেছি।

তবে, এসবই অনেক পুরানো কথা। কিছুদিন আগে একজন দয়াবান ব্যক্তি ঐ স্কুলে একটি পাঠাগার করে দিয়েছেন। মানে পাঠাগারের জন্য একটি ককষ সংস্কার করে দিয়েছেন, আলমিরা আর পড়ার টেবিলের ব্যবস্থা করেছেন। ৫০ হাজার টাকার বইও কিনে দিয়েছেন। ছফা স্যার, ঐ স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের ঐ পাঠাগারটিকে সমৃদ্ধ করতে চান।

তাঁর হয়ে আমি স্কুলের পাঠাগারের জন্য বই সংগ্রহ করতে নেমেছি। কয়েকদিন আগে ফেসবুকে ব্যাপারটা শেয়ার করার পর কয়েকজন কিছু বই দিতে রাজী হয়েছেন। আমি সেগুলো সংগ্রহ করছি। পাঠকদের মধ্যে কেও যদি এই পাঠাগারে বই দিতে চান তাহলে নিচের যেকোন পদ্ধতিতে দিতে পারবেন। ক. যদি চট্টগ্রামে থাকেন তাহলে বই নিয়ে স্কুলে চলে যান।

ছফা স্যার খুব সজ্জন ব্যক্তি। তিনি আপনার উপহার গ্রহণ করবেন। খ. আপনি যদি দেশে থাকেন তাহলে আমার কাছে বই পৌছে দিতে পারেন। আমি সংগৃহীত বইগুলো ১১/১২ এপ্রিলের দিকে পাঠিয়ে দেবো। ইতোমধ্যে আমি বাংলাপিডিয়া, ছোটদের বিজ্ঞান কোষসহ বেশ কিছু বই সংগ্রহ করেছি।

একজন প্রকাশক কিছু বই দেবেন বলেছেন। আমার বন্ধুদের মাধ্যমে কিছু বই পেয়েছি। আশা করি বইগুলো স্কুলের ছাত্রীদের কাজে লাগবে। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.