আমাদের কথা খুঁজে নিন

   

তুষার সাঁঝে বনের ধাঁরে

আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের তুষার সাঁঝে বনের ধাঁরে রবার্ট ফ্রস্ট অনুবাদ-মনজুর মোরশেদ জানি, এই বন কার বাড়ি তার এ গাঁয়ে, তবুও দেখবে না সে, দাঁড়িয়ে আমি দেখছি তার তুষারময় বন। অদ্ভুদ ঠেকলো আমার ঘোড়ার কাছে খামার নেই তবুও থামলাম দেখে বন আর জমাট হ্রদের মাঝে বছরের সবচে অন্ধকার সন্ধ্যায়। ঘোড়াটি ঘণ্টা বাজায়, যদি আমার ভুল হয়ে থাকে। আরেকটি শব্দ, শুধু বয়ে যাওয়া বাতাস আর তুষারপাতের। আঁধারময় এ-বন লাগে বড়ই মধুর কিন্তু আমি শপথ করেছি যেতে হবে বহুদূর ঘুমিয়ে পড়ার আগে যেতে হবে বহুদূর ঘুমিয়ে পড়ার আগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।