আমাদের কথা খুঁজে নিন

   

আবারো প্রভা-বাংলানিউজে প্রভার সাক্ষাতকার (১৮+, ছবির কারণে)

তাশফী মাহমুদ জীবনের কালো অধ্যায় ডিঙিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আলোর পথে পা বাড়িয়েছেন। অনাকাঙ্ক্ষিত সেই দিনগুলি ভুলে স্বামী মাহমুদ শান্ত’র প্রেরণায় প্রভা অভিনয়ে ফিরেছেন। ইতি টেনেছেন মিডিয়া থেকে নির্বাসিত দুই বছরের গৃহবন্দী জীবনের। নতুন করে জীবন শুরু, অভিনয়ে ফেরা আর আগামী দিনের ভাবনার কথা প্রভা অকপটে বলেছেন বাংলানিউজের কাছে। বাংলানিউজের সঙ্গে প্রভার সাক্ষাৎকারের নির্বাচিত অংশে আসুন চোখ রাখি।

বাংলানিউজ : নতুন করে আবার ক্যারিয়ার শুরু করেছেন, কেমন লাগছে ? প্রভা : অনেক ভালো লাগছে। নতুন করে শুধু ক্যারিয়ার নয়, নতুন করে আমি জীবন শুরু করেছি বলতে পারেন। ক্যারিয়রের সবচেয়ে ব্যস্ত সময়টাতে আমার জীবনের সবকিছুই এলোমেলো হয়ে যায়। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাই জানেন। প্রায় দুই বছর আমি মিডিয়ার বাইরে ছিলাম।

কিছুদিন হলো কাজ শুরুর কথা সিরিয়াসলি ভাবছিলাম। কিন্তু তা হয়ে ওঠেনি নানা কারণে। অবশেষে আবারও অভিনয়ে ফিরলাম কায়সার আহমেদের পরিচালনায় ও রিজওয়ান খানের রচনায় ‘প্রণয়িনী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আমার বিপরীতে এ নাটকে রয়েছেন আনিসুর রহমান মিলন। বাংলানিউজ : অনেকদিন পর নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা জানতে চাই।

প্রভা : সত্যি বলতে কি, অভিনয় আমার রক্তে মিশে গেছে। অভিনয় থেকে নিজেকে কখনো সরিয়ে নেব, তা কখনো চিন্তাও করি নি। অভিনয় আমার স্পৃহা। নিজেকে পরিপূর্ণ মনে হয় যখন পর্দায় নিজেকে দেখি। লম্বা বিরতির পর আবারো নিজের স্পৃহা মেটাতে অভিনয়ে ফিরে আসা।

নাটকের শুটিংয়ে কো-আর্টিস্ট, ডিরেক্টর, ক্যামেরাম্যান এমন কী প্রোডাকশন বয়--সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। সবার সহযোগিতা পেয়েছি বলেই আগের মতো সহজভাবে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়েছে। বাংলানিউজ : নতুন করে কাজ শুরু করার পেছনে পরিবারের উৎসাহটা কেমন ছিল? প্রভা : পরিবারের অনুপ্রেরণা থেকেই আমার মিডিয়ায় আসা। পরিবারের অনুপ্রেরণা পেয়েই কাজ করেছি। আবার নতুন করে ক্যারিয়ার শুরু করতে পরিবারই আমাকে অনুপ্রাণিত করেছে।

এবার যোগ হয়েছে আমার নতুন পরিবারের অনুপ্রেরণাও। সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করেছে আমার বর শান্ত। আমাকে অনেক বোঝে শান্ত। অভিনয় ছাড়া নিজেকে আমি হারিয়েই ফেলেছিলাম। সবার আগে এটা উপলব্ধি করে শান্ত।

তার কাছ থেকেই আমি কাজে ফেরার মনোবল পেয়েছি। আমার শ্বশুর-শাশুড়ির কথাও উল্লেখ করতে হয়। অভিনয় শুরু করার জন্য তারা বার বার আমাকে তাগিদ দিয়েছে। অভিনয়ে ফিরতে পারায় তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাংলানিউজ : অভিনেত্রী প্রভাকে কী এখন আগের মতোই নিয়মিত অভিনয়ে পাওয়া যাবে ? প্রভা : ইচ্ছে আছে।

শুরু যখন করেছি, অভিনয়ে নিয়মিত হবো। অনেক বেশি কাজ হয়তো করা হবে না। বেছে বেছে ভালো কাজগুলো করার চেষ্টা করবো। ক্যারিয়ারের শুরু থেকেই আমি অবশ্য বেছে বেছে ভালো কাজগুলো করতাম। এখনও তাই, কম হলেও ভালো কাজ করতে চাই।

যা দর্শকরা মনে রাখবেন। যেমন আমার ক্যারিয়ারের একদম প্রথমে মেরিল বিউটি সোপের বিজ্ঞাপন করেছিলাম, এটি এখনো দর্শকদের মনে আছে। এমনই কিছু ভালো কাজ করার ইচ্ছে আছে। বাংলানিউজ : অভিনয়ের পাশাপাশি কি মডেল প্রভাকেও দর্শকরা আবারো দেখতে পাবেন? প্রভা : মডেলিংয়ে এখন অনেক নতুন মুখ আসছে। তারা অনেক ভালো করছে।

মডেলিংয়ে দর্শকরা নতুনদেরই বেশি উপভোগ করে। আমার ক্যারিয়ারের শুরুটা ছিল মডেলিং দিয়ে। তবে মডেলিংয়ের চেয়ে নিয়মিত অভিনয় করে যাওয়ার আগ্রহটাই আমার ভেতরে এখন বেশি কাজ করছে। আপাতত মডেলিংয়ের ব্যাপারে ভাবছি না। বাংলানিউজ : এবার আপনার দাম্পত্য-জীবনের কথা বলন, নতুন সংসার কেমন চলছে? প্রভা : সংসার তো এখনো শুরু হয়নি।

এখনো আমি বাবার বাড়িতেই আছি। জুলাইতে আমাদের রিসিপশন অনুষ্ঠান হবে। এরপর শ্বশুরবাড়িতে উঠবো। সংসার শুরু করবো। তবে বিশেষ দিনগুলোতে শ্বশুরবাড়িতে যাই।

যেমন গত ৩০ মার্চ ছিল আমার জন্মদিন। সেদিন শ্বশুর-শাশুড়িকে সালাম করতে শান্তদের বাসায় গিয়েছিলাম। সালাম করার পর তারা আমাকে সালামি দেন। খুব মজা লেগেছে বিষয়টি। সবাই মিলে সারাদিন খুব আনন্দ করলাম।

শান্তরা দুই ভাই। কোন বোন নেই। আমার শ্বশুর-শ্বাশুড়ি বললেন, আমাকে পাওয়া মানে তাদের কাছে নিজের মেয়ে পাওয়া। অনেক আদর করেন তারা আমাকে। আমার ছোট ছোট খুশির দিকে তারা সবসময়ই খেয়াল রাখেন।

আমি খুব আহলাদি স্বভাবের। আমার ছেলেমানুষী দেখে আমার শ্বাশুড়ি আমাকে আরো বেশি আদর করেন। আমি আসলেই ভাগ্যবতী এমন পরিবারের একজন সদস্য হতে পেরেছি। বাংলানিউজ : স্বামীর সঙ্গে আপনার বোঝাপড়ার জায়গাটা কেমন? প্রভা : শান্ত আমার নতুন জীবনের অনুপ্রেরণা, শক্তি সবকিছু। মানুষকে বোঝার অসম্ভব ক্ষমতা আছে তার।

আমি নিজেকে ফিরে পেয়েছি তার অনুপ্রেরণায়। নতুন করে আমার জীবন শুরু করার পেছনে শান্তর অবদান সবচেয়ে বেশি। আমি সবসময় স্বামীর প্রতি কেয়ারিং। শান্ত আমার চেয়েও বেশি কেয়ারিং। আমার ছোট ছোট ভালো লাগা আর ইচ্ছে পূরণের প্রতি শান্ত খুব দৃষ্টি দেয়।

কাজ ছাড়া অবসর সময়টায় সে আমার সঙ্গেই কাটায়। ভালোবাসার জায়গা থেকেও আমরা পাল্লা দিয়ে ভালোবাসি একে অপরকে। প্রতিদিন একজন অন্যজনকে আমরা সারপ্রাইজ দিই। কখনো সে জিতে যায় আবার কখনো আমি তাকে হারিয়ে দিই। সব মিলিয়ে অনেক ভালো আছি।

আল্লাহর অশেষ রহমত শান্তর মত একজন জীবনসঙ্গী পেয়েছি। বাংলানিউজ : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কথা জানতে চাই। প্রভা: অভিনয়ে যখন ফিরেছি, আমি চাই নিজের অবস্থানটা আগের জায়গায় নিয়ে যেতে। অভিনয়ের বাইরে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি। আমি ফ্যাশন ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি।

নিজের ডিজাইন করা পোশাক পরে কোনও অনুষ্ঠানে গেলে সবাই তার প্রশংসা করে। তাদের প্রশংসা আমাকে আরো অনুপ্রাণিত করে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কিছু করার। তাছাড়া শান্তও এ বিষয়ে উৎসাহ দেয়। অনেকটা অলসতার কারণেই ফ্যাশন হাউজের কাজে এখনও নামা হয়নি। তবে ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কিছু করার ইচ্ছে আছে।

তবে এখন নয়। এখন শুধু অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই। আর সেই সঙ্গে পারফেক্ট বৌ হয়ে সংসার সাজাতে চাই। বাংলানিউজ: সবশেষে জানতে চাই, ভক্তদের কাছে আপনার প্রত্যাশা কি? প্রভা : শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আমি অভিনয়ে ফিরেছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে আমি ভক্তদের কাছ থেকে মানসিক শক্তি পাই।

ভক্তদের প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবো বলে আশা করি। তাদের উদ্দেশে বলবো, প্রভা আবারো আপনাদের প্রিয় অভিনেত্রীর পরিচয়ে পরিচিত হতে চায়। আমার নতুন জীবনের জন্যেও আমি সবার দোয়া কামনা করি। জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।