আমাদের কথা খুঁজে নিন

   

সুপার গ্লুর তেলেসমাতি- তালার পর এবার বাস

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের স্টার্টিং সুইচে আঠাজাতীয় পদার্থ (সুপার গ্লু) লাগিয়ে এগুলোকে সাময়িক সময়ের জন্য অচল করে দেয় শিবির। শনিবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় শিবির এ ঘটনা ঘটায়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের প্রধান রবিউল আলম জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পরিবহণে ব্যবহৃত তিনটি ‘মার্কেট’ বাস বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে যায় । আরোহীদের নামিয়ে সিনেমা প্যালেসের সামনে বাসগুলো ফেরার অপেক্ষায় থাকার সময় সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে এক দল শিবির কর্মী বাসগুলোর চালক ও সহকারীদের গাড়ি থেকে নামিয়ে স্টার্টিং সুইচে সুপার গ্লু লাগিয়ে দেয়।

ফলে গাড়িগুলো স্টার্ট নিতে ব্যর্থ হয়। এদিকে এই ঘটনার ফলে ওই বাসের যাত্রী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হন। ঘটনার খবর পেয়ে চবি ক্যাম্পাস থেকে মেকানিক নিয়ে এসে বিকল্প চাবি দিয়ে বাস তিনটিকে সচল করে রাত সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে ফেরত আনা সক্ষম হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সেরাজ উদ-দৌলা তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য কিছুদিন আগে ক্লাসরুমের তালায় সুপার গ্লু লাগিয়ে ক্লাসরুমে প্রবেশে বাধাদান করা হয়েছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।