আমাদের কথা খুঁজে নিন

   

সুপার টুথ -2

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। ।

আইনত দন্ডনীয় অপরাধ গাড়ি চালানো অবসহায় মোবাইল ফোনে কথা বলা যদিও এর প্রয়োগ পরিলক্ষিত হয়না।

এছাড়া নিজের নিরাপত্তার কথা চিন্তা করলে আইনকে তো সন্মান করতেই হয়। আর রয়েছে যথেষ্ট ঝুঁকি। এই সকল দুশ্চিন্তার অবসান ঘটাবে যদি আপনার সাথে থাকে Super Tooth II . এই Super Tooth II আবিস্কার করেছেন Bluetooth বিশেষজ্ঞ Blue Ant এবং এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, গাড়ি চালানো অবসহায় মোবাইল ফোনে কথা বলা যাবে। আর এ যনএটি হচ্ছে পোর্টেবল। এ যনএটিতে রয়েছে দু'টি বোতাম ।

একটি হচ্ছে কথা বলার জন্য আরেকটি হলো ভলিউম বাড়ানো কমানোর জন্য। এছাড়া এটিতে রয়েছে স্পর্শকাতর বড় আকারের স্পিকার যাতে করে সুবিধা পাবেন কানে না লাগিয়ে কথা বলা ও শোনার। আপনি যখন দুর-যাএায় এবং কথা বলতে চান বন্ধুদের সাথে কিংবা পরিবারের কারো সাথে লম্বা সময়ের জন্য, চিন্তার কোন কারন নেই। ব্যাটারি আপনাকে দিবে 20 ঘন্টা কথা বলার সুবিধা। এর দাম ধরা হয়েছে 130 ইউএস ডলার।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।