আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি দলের নেতাদের ‍‍

যুদ্ধ করে খালেদাকে দেশ থেকে তাড়াব : হানিফ : খালেদা জিয়ার অপকর্মের বিচার হবে : কামরুল যুদ্ধ করতে হবে খালেদা জিয়াকে দেশ থেকে তাড়াতে উক্তি যদিও কোন সচেতন মানুষের কাছে ভলো লাগেনি, কিন্তু আমার কাছে খারাপও লাগেনি । কারন এ উক্তিতে তারা বুঝাতে চেয়েছেন এ দেশ থকে খালেদা জিয়াকে তাড়াতে হলে তাদের যুদ্ধ করতে হবে, প্রশ্ন রইলো কার সাথে এই যুদ্ধ?? নিশ্চয় তারা অনুচ্ছারিত ভাষায় বুঝাতে পেরেছেন এ দেশের আপামর জনসাধারণের সাথে তাদের যুদ্ধ করতে হবে। একটু দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন বা প্রকাশ করেছেন এ দেশ থেকে তাদের তাড়ানোর জন্য কোন যুদ্ধের প্রয়োজন নেই, সময় এবং সুযোগ শেষে তারা এমনিতেই কেটে পড়বেন । এ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ হয়তো তিনাদের মত এতোটা কুট কৌশল বুঝেন না, কিন্তু জনগণ এটা নিশ্চই বুঝেন গাড়ীর চাকা পাম্পচার হওয়ার সময়'ই কেবল শব্দ করে, অন্য সময় নয় । তাই তাদের এই ভয়ভিতিতে আমরা আরো বেশি পরিশ্কার হচ্ছি তাদের মনে ক্ষমতা হারানোর কত ভয় । সবিশেষে আমার গাইতে ইচ্ছে করছে লালনের সেই গান, জাত গেলো জাত গেলো বলে.................কষ্ট করে গেয়ে নিন । আর মনে মনে বা প্রকাশ্যে সরকারি দলের এমন ভদ্র লোকদের ধন্যবাদ জানান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.