আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি দল : বিরোধীদল



বিরোধীদল: ভারতের ব্যাংকের সাথে ঋণ চুক্তি অপমানজনক: ড. মোশাররফ ঢাকা, ৮ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ভারতের এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত ঋণ চুক্তিকে দেশের জন্য অকল্যাণকর ও অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার সকালে রাজধানীর কাকরাইলে আগামী ৯ আগস্টের গণমিছিল সফল করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মত লিফলেট বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি। ড. মোশাররফ আশা প্রকাশ করে বলেন, সরকার আগামী ৯ আগস্টে অনুষ্ঠেয় বিএনপির গণমিছিলে বাধা দেবে না। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জনগণকে সম্পৃক্ত করতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে গতকাল শনিবার ঢাকায় একশ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ------------------------------------------------------------------------------------------ সরকারি দল: ক্ষমতায় থাকলে বিএনপির ভারত তোষণ, না থাকলে বিরোধিতা: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা, ৮ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে ভারত তোষণ করে, আর ক্ষমতায় না থাকলে বিরোধিতা করে। বর্তমান সরকারের কোনো কিছুকে ইস্যু করতে ব্যর্থ হয়ে এখন তারা ঋণ চুক্তির বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি। রোববার পররাষ্ট্রমন্ত্রী নিজ কার্যালয়ে ভারতের সঙ্গে ১৭ কোটি ডলারের ঋণ চুক্তি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ভুল হলে ক্ষমা করবেন.................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.