আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্সঃ টেকনিক্যাল আউটলুক ৮ থেকে ১২ এপ্রিল ২০১৩

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন। WikiPedia Link EUR/USD Weekly অউটলুক ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০১৩ গত সপ্তাহে EUR/USD নতুন Lower Low 1.2746 প্রাইসে করলেও খুব শক্তিশালী একটা Rebound মার্কেটে দেখা গিয়েছে।

মার্কেট 1.3000 প্রাইসের Psychological Level পার করেছে এবং ক্লোজিং প্রাইস 1.2900 প্রাইস। তবে মার্কেট মুভমেন্ট দেখে বঝা যাচ্ছে পেয়ারটি 1.2746 প্রাইসে বোটম তৈরি করেছে। Fibo 38.2 % এখনো টেস্ট না করায় পরবর্তীতে প্রাইসের আরও Upside মুভমেন্ট এর সম্ভাবনা থেকে যাচ্ছে। Resistance আছে 1.3114 প্রাইসে High 1.3710 থেকে low 1.2746 . এই Resistance এর ক্লিয়ার ব্রেক হলে পরবর্তীতে প্রাইসের টার্গেট হতে পারে 61.8% 1.3342 প্রাইসে। অপরদিকে সাপোর্ট রয়েছে 1.2900 প্রাইসে এর ব্রেক সকল বিতর্কের অবসান ঘটিয়ে মার্কেটকে আবার 1.2661 কী সাপোর্ট লেভেলে নিয়ে যেতে পারে।

GBP/USD 1.4830 প্রাইস থেকে Rebound করে New High 1.5363 প্রাইসে তৈরি করেছে। এই সপ্তাহে আশা করা হচ্ছে প্রাইস মুভমেন্ট আপ সাইডে থাকবে। তবে যদি এটাকে ডাঊন ট্রেন্ড Consolidation ধরে নিই তবে 38.2 % 1.5422 প্রাইস Fibo Strong Resistance এর কাজ করতে পারে [ high 1.6380 to low 1.4830] এবং প্রাইস ফিরে আসতে পারে আবার 1.4830 লেভেলে তবে এর পূর্বে মাইনর সাপোর্ট 1.5198 এর ব্রেক প্রয়োজন এর পরের সাপোর্ট রয়েছে 1.5032. অপরদিকে 38.2% [1.5422] এর ব্রেক হলে প্রাইসের পরবর্তী টার্গেট হতে পারে 1.5788 [ Fibo 61.8%]. সূত্রঃ BanglaForexSchool.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।