আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্সঃ ফান্ডামেন্টাল আউটলুক ১ থেকে ৫ এপ্রিল ২০১৩

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন। WikiPedia Link ফান্ডামেন্টাল আউটলুক ১ থেকে ৫ এপ্রিল ২০১৩ US ডলার Easter Holiday কে সামনে রেখে প্রায় সব কারেন্সির বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে।

তাছাড়া বছরের চার ভাগের এক ভাগ শেষ এবং নতুন Quater এর হিসেব শুরু তাই এ সপ্তাহে ভালো মুভ করতে পারে মার্কেট , তাছাড়াও কিছু মেজর ইভেন্ট রয়েছে এই সপ্তাহে যেমন Bank of Japan এর নতুন Governer নতুন Decision, সাইপ্রাস এর সংকট...। । আসুন এবার দেখে নেয়া যাক এ সপ্তাহে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ১। US ISM Manufacturing PMI: সোমবার রাত ৮ টা, ISM manufacturing report ফেব্রুয়ারী মাসে 1.1 points বেড়ে দাঁড়ায় 54.2 points, ফোরকাস্ট ছিল 52.7 Points. তবে এ বার ফোরকাস্ট এ কোন পরিবর্তন আসছে না আগের বারের Actual টাই থাকছে 54.2 Points. ২।

Australia Rate Decision: মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিট। Australiar Central Bank cash rate কে রেকর্ড পরিমান Low 3.0% রেখেছে। RBA governor Glenn Stevens বলেছেন, যত দিন বর্তমান রেট কাট এর প্রভাব সম্পূর্ণ ভাবে মার্কেট এর উপর না পড়ছে ততদিন রেটে পরিবর্তন আসছে না। ৩। US ADB Non-Farm Employment Change: বুধবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট।

ADP National Employement report অনুসারে ইউএস কোম্পানি গুলো ফেব্রুয়ারী মাসে 198,000 workers নিয়েছে তবে ফোরকাস্ট ছিল 172,000 আর আগের মাসের ফলাফল ছিল 215,000। এটা ইউএস Labor মার্কেটে উন্নতির ইঙ্গিত দিচ্ছে এবার আশা করা হচ্ছে এর পরিমান হতে পারে 203,000। ৪। US ISM Non-Manufacturing PMI: বুধবার রাত ৮ টা। ফেব্রুয়ারী মাসে US ISM non-manufacturing PMI এর ফলাফল বিগত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

বিশ্লেষক দের মতে এই বৃদ্ধির পেছনে মুল কারন হিসেবে দেখা হচ্ছে ইউএস এর Overall Economy এর উন্নতি। তবে ফোরকাস্ট এ কিছুটা কম দেখান হয়েছে। এবার আশা করা হচ্ছে 55.9. ৫। Japan Rate Decision: বৃহস্পতিবার। ৭ মার্চ ব্যাংক অব জাপান তার Monetary Policy কে অপরিবর্তিত রাখে সে সময় কার বিদায়ী Governor Masaaki Shirakawa. তবে এবার নতুন Governer Kuroda হাল ধরেছে।

Agreesive কিছু ঘটতে পারে জা মার্কেটে ভালো পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ৬। UK Rate Decision: বৃহস্পতিবার বিকাল ৫ টা। ব্যাংক অব ইংল্যান্ড ইন্টারেস্ট রেটে কোন পরিবর্তন আনতে চাচ্ছে না। এবার আগের 0.5% থাকছে।

৭। Euro Zone Rate Decision: বৃহস্পতিবার বিকাল ৫ টা ৪৫ মিনিট এবং প্রেস কনফারেন্স সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। ECB এবারো রেট আগের বারের মত রাখতে চাচ্ছে। তবে কিছু Euro মেম্বারা Rate Cut চাচ্ছে। তাছাড়াও সাইপ্রাস এর ক্রাইসিস পুরো Euro-zone এর উপর বিরুপ প্রভাব ফেলেছে বিশেষ করে ব্যাংক গুলোর উপর।

৮। US Unemployment Claims: বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০। গত সপ্তাহে ইউএস Unemployment 16K বৃদ্ধি হয়েছিল। তবে সর্বোপরি ইউএস Economy ভালো থাকার দরুন Overall ট্রেন্ড Positive আছে। এবার আশা করা হচ্ছে কমে গিয়ে 354K তে আসতে পারে।

৯। Ben Bernanke Speaks: বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিট। ফেডারেক রিজার্ভ চেয়ারম্যান Ben Bermanke ভাষণ দিবেন Dyton এ Redefining Investment Strategy Education এর উপর এক কনফারেন্সে। তবে সমস্যার কথা হল তার ভাষণ মার্কেটে Volatility সৃষ্টি করে। ১০।

Canadian Uneployment Data: শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট। Canadian মার্কেট কিছু অপ্রত্যাশিত জব যোগ হওয়ায় জব মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল। আরেকটা ভালো খবর বেশির ভাগ জব ছিল Full Time. এবার আরও কিছু জব যোগ হবার সম্ভাবনা রয়েছে তবে uneployment rate অপরিবর্তিত থাকবে বলে আশা করছি। ১১। US Non-Farm Employment Change: শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।

Non-Farm Employemet ফেব্রুয়ারী মাসে খুব ভালো অবস্থানে ছিল এবং 236K Job Addition হয়েছিল। চার বছরের মধ্যে বেকারত্ব হার সর্বনিম্ন 7.7% হয়েছিল। ইউএস জব মার্কেট এখন পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এবারের ফোরকাস্ট হচ্ছে 201K. ১২। US Trade Balance: শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।

US Trade Balance ঘাটতির মধ্যে দিয়ে চলছে। তবে Analysts দের মতে এই ঘাটতি 2013 সালের মধ্যে পুরন হয়ে যাবে। ইউএস ট্রেড ঘাটতি এবার 44.6 বিলিয়ন $ আশা করা হচ্ছে। সোর্সঃ BanglaForexSchool.com  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।