আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্সঃ ২৫ থেকে ২৯ মার্চ ২০১৩ Weekly Outlook ( Major Pair)

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন। WikiPedia Link EUR/USD Weekly আউটলুক ২৫ থেকে ২৯ মার্চ ২০১৩ EUR/USD গত সপ্তাহে 1.2843 প্রাইসে low তৈরি করলেও এখন অনেকটা উপরে রয়েছে।

এ সপ্তাহে প্রাথমিক ভাবে বলা যায় একটা সীমার মধ্যে মুভমেন্ট দেখা যেতে পারে এই পেয়ারে। এর সাথে আরেকটি কথা যোগ করে নেয়া যায় যদি পেয়ার টির Key Resistance 1.3106 বহাল থাকে তবে পেয়ারটি বেয়ারিশ মুডে যাবে বলে মনে হচ্ছে। আর বেয়ারিশ মুভমেন্ট পেয়ারটিকে 1.2843 এর নিচে নিয়ে যায় তবে EUR/USD এর পরবর্তী টার্গেট হবে 1.2661 লেভেল। এবার আসুন দেখি পেয়ারটি Key Resistance ক্লিয়ার ব্রেক করলে কি ঘটতে পারে ? পেয়ারটির ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল 1.3710 প্রাইস থেকে এবং Low রয়েছে 1.2843. তাই 1.3106 এর ক্লিয়ার ব্রেক নির্দেশ করে যে 1.3710 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড এখন শেষ। এবং এর পরে একটা Long Term এ Uptrend দেখা যেতে পারে মার্কেটে।

GBP/USD Weekly আউটলুক, ২৫ থেকে ২৯ মার্চ ২০১৩ GBP/USD এর প্রাইস মুভমেন্ট দেখে মনে হচ্ছে পেয়ারটি 1.4830 প্রাইস থেকে Rebound করেছে, এবং এখনো Rebound এর ধারা অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। তাই আশা করছি এ সপ্তাহে পেয়ারটির বুলিশ মুভমেন্ট দেখতে পাবো বলে আশা করছি। Fibo 38.7 % Retracement রয়েছে 1.5422 প্রাইসে ( 1.6380 থেকে 1.4830), সুতরাং 1.5422 প্রাইস থেকে আবার কিছুটা বেয়ারিশ মার্কেট মুভমেন্ট দেখা যেতে পারে। 1.6380 থেকে শুরু হওয়া Downtrend এখনো continue করবে বলে আশা করছি। এদিকে মাইনর সাপোর্ট রয়েছে 1.5026 প্রাইসে এই প্রাইসের ক্লিয়ার ব্রেক 1.4830 কে টেস্ট করাবে বলে আশা করছি।

USD/JPY Weekly আউটলুক ২৫ থেকে ২৯ মার্চ ২০১৩ EUR/JPY Weekly আউটলুক ২৫ থেকে ২৯ মার্চ ২০১৩ অন্য সব কারেন্সির ডেইলি আউটলুক দেখতে এখানে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।