আমাদের কথা খুঁজে নিন

   

এপ্রিলে শুরু হচ্ছে কেয়া শেঠ’স মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া প্রতিযোগিতা

ভালো। এপ্রিল থেকে জুনের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কেয়া শেঠ’স মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া প্রতিযোগিতা-২০১২। কলকাতার ফ্যাশন ম্যাগাজিন অদ্বিতীয়ার সম্পাদক কেয়া শেঠের তত্ত্বাবধানে এ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশ থেকে ছয়জন প্রতিযোগী অংশ নেয়ার সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশের চার অঞ্চলের ২৪ জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অংশের চূড়ান্ত পর্ব, যা আয়োজন করবে বৈশাখী টেলিভিশন।

বুধবার গুলশানের ক্যাটালিনা আইল্যান্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেয়া শেঠ, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন, প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান ফারহানা নিশো। এতে বলা হয়, অদ্বিতীয়া সম্পাদক কেয়া শেঠের তত্ত্বাবধানে দুই বাংলায় অনুষ্ঠিত হচ্ছে কেয়া শেঠ’স ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া প্রতিযোগিতা ২০১২। ’ বাংলাদেশে এর সম্প্রচার সহযোগী বৈশাখী টেলিভিশন। পশ্চিম বাংলায় ১৬টি অঞ্চলে এই প্রতিযোগিতা হচ্ছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, বগুড়া ও খুলনা থেকে প্রতিযোগীদের বাছাই করে বাংলাদেশে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে ছয়জনকে কলকাতায় পাঠানো হবে গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়ার জন্য। বাংলাদেশের চার অঞ্চল থেকে বাছাই করা ২৪ জনকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ পর্বের ফাইনাল। এখান থেকে দুই ক্যাটাগরিতে তিনজন করে বিজয়ী ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’র চূড়ান্ত পর্বে অংশ নেবেন। এপ্রিলের প্রথমার্ধেই এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই বাংলার সর্বমোট প্রতিযোগীর সংখ্যা হবে ৩৮ জন।

সৌন্দর্য, নন্দন-জ্ঞান, ফ্যাশন সচেতনতা, ফিটনেস, মেধাÑএসব বিষয় নিয়ে নিবিড় প্রশিক্ষণের পর প্রতিযোগীদের নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে। সেখানে ৩০ হাজার দর্শক উপভোগ করবেন এই অনুষ্ঠান। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জুনের মাঝামাঝি সময়ে। বাংলাদেশের চারটি অঞ্চল থেকে প্রতিযোগী নির্বাচন নিয়ে বৈশাখী টিভি আলাদা নানা অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এছাড়াও গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রতিযোগীদের গ্র“মিং নিয়ে হবে আরও কয়েকটি পর্ব।

আর পুরো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি ধারণ করে সম্প্রচার করবে বৈশাখী  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.