আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার বাক্সসহ দরপত্র ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদারকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রীতম বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের জরুরি এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৩৫ লাখ টাকার ওই দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সংস্কারকাজের জন্য সমপ্রতি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরের দিকে ছাত্রলীগের নেতা প্রীতমের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার ও বহিরাগতরা উপাচার্যের কক্ষের সামনে রাখা দরপত্র ফেলার বাক্স ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে লাঞ্ছিত করে তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.