আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ ও যুবলীগের গুলাগুলিতে চট্টগ্রামে আরো দুজনের প্রাণ গেল। অতি তাড়াতাড়ি ছাত্রলীগ ও যুবলীগকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হউক।

জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ। কুপাকুপি আর গুলাগুলিতে ছাত্রলীগ আর যুবলীগ কতটা পাকাপোক্ত তা এদেশের জনগন ভালো করেই জানে। আর জানা কথাটাই স্মরণ করিয়ে দিতে ছাত্রলীগ যুবলীগ মাঝে মাঝে নিজেদের মাঝে কুপাকুপি গুলাগুলি করে জানিয়ে দেয় তারা সব সময় গুমিয়ে থাকেনি। গুলাগুলির সময় হলে তারা গুলাগুলিও করে।

আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে টেন্ডারবাজিতে ছাত্রলীগ যুবলীগ কুপাকুপি করবে না তো কে করবে। কার এতো বড় সাহস। আওয়ামী লীগের টেন্ডারের পূর্ব শর্ত হল যেকোনো কাজের টেন্ডার জমা দেওয়ার আগে ছাত্রলীগ যুবলীগ প্রথমে কুপাকুপি গুলাগুলি করবে। দু চারজন মারা যাবার পর যে লীগ জিতবে তাকে টেন্ডারের সর্বনিম্ন দরদাতা হিসাবে গন্য করা হবে। ছাত্রলীগ যুবলীগের ঐতিহ্য নিয়ে গত ১৭ জুন ২০১৩ইং তারিখে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মহান সংসদে ব্যাপক প্রশংসা করেন।

তিনি বলেন মাননীয় স্পীকার ঃ হায়েনা যেমন মাংস দেখলে হিংস্র হয়ে উঠে, তেমনি তারচেয়েও ভয়ংকর হয়ে উঠে ছাত্রলীগ যুবলীগ টেন্ডার দেখলে" ছোটবেলায় বইয়ে পড়েছি। কাকে কাকের মাংস খায় না। অর্থাৎ স্বজাতির কেউ ক্ষতি করেনা। কিন্তু বর্তমানে ছাত্রলীগ যুবলীগ কেউ কাউকে ছাড়ে না। কুপাকুপি গুলাগুলি ছাড়া একে অন্যে চলতে পারে না।

এহেন কর্মকান্ডের জন্য আমরা সাধারণ পাবলিক ছাত্রলীগ যুবলীগকে জাতীয় শুটারে ভূষিত করার জন্য বার বার সদাসয় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছি। আশা করি দয়ালু সরকার তার সোনার ছেলেদের যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা রাখছে। জয় ছাত্রলীগ, জয় যুবলীগ। খবর এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.