আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে শাহরুখ খান নায়করাজ রাজ্জাককে অনুকরণ করতে পারে

........ খবরে প্রকাশ, আইপিএল ৫ উপলক্ষে বলিউড বাদশাহ শাহরুখ খান প্রথমেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে যাবেন । শাহরুখের নাকি ইচ্ছা, নাইটদের প্রতিটি হোম ম্যাচেই মুখ্যমন্ত্রী মাঠে উপস্থিত থাকুন । রাজ্যর অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরও নাকি আমণত্রন জানানো হবে । এখন মনে হতে পারে, এতে করে নায়করাজ রাজ্জাককে অনুকরণ করার কি হতে পারে??? অধৈর্য হবার কিছু নেই……বলছি…… আপনারা অনেকেই হয়ত জানেন ২০০০ সালের দিকে যখন কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, তখন ১৯৯৯ সালে বাংলাদেশে সুপারহিট হওয়া সিনেমা “বাবা কেন চাকর” টালিউডে আবার নির্মাণ করা হয় । ছবিটি পশ্চিমবঙ্গে সুপারহিট ব্যবসা করে ।

পরবর্তীতে প্রায় একইরকম থিম নিয়ে আরো কয়েকটি ছবি নির্মাণ করা হয় । এই ছবিগুলোর মাঝে বেশীর ভাগ সময়েই রাজ্জাক সাহেবের স্ত্রীর নাম দেওয়া হত “মমতা” । সিনেমার নাটকীয় পরিস্থিতির সময় রাজ্জাক সাহেব স্ত্রীর উদ্দ্যেশ্যে উদাত্ত কণ্ঠে সংলাপ দিতেন, “আমি হেরে গেছি, মমতা!!!” তেমনি আজ, এই ২০১২ সালে এই রকম ঘটনা ঘটবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে । কেকেআর নাকি বেশ কয়েকজন নতুন প্লেয়ার কিনেছে শুনছি । যদি তাঁদেরকে বেশি বেশি খেলাতে গিয়ে যদি সাকিবের মত প্লেয়ারকে বসিয়ে রাখে এবং ম্যাচ হারতে থাকে………তবে কে জানে শাহরুখ খানকে হয়ত বলতে শোনা যাবে, “আমরা হেরে গেছি, মমতা ম্যাডাম ।

” (বিঃ দ্রঃ এটি ফান পোস্ট) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.