আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সামাজিক অবস্থা রক্ষা করুন.........

আমি যা নিয়ে লিখছি তা নিয়ে অনেকে অনেক কথা লিখেছেন। তবুও আমি আমার কথাগুলো না লিখে পারছি না। এখন বাসায় গেলে টিভিতে দেখতে পারি না। তার একমাত্র কারণ হচ্ছে ভারতীয় সিরিয়াল। বাসায় মা আর ছোট বোন রাত ৮টা থেকে সিরিয়াল দেখায় এত ব্যস্ত থাকে যে তাদের এই ব্যস্ততা শেষ হয় রাত ১১ঃ৩০ নাগাদ।

এ নিয়ে আমার ফ্যমিলিতে অনেক কথা হয়। এটা শুধু আমার ফ্যমিলিতে নয়, আমি মনে করি দেশের প্রায় বাসায় এইরকম অবস্থা হয়। আমাদের দেশের মা বোনেরা এখন হিন্দি সিরিয়াল দেখার প্রতি এত আকৃষ্ট যে এখন বাসায় খবর,বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় না। খেলা তো দুরের কথা। কিন্তু তারা যা দেখছে তা তো এই দেশের সমাজ ব্যবস্থার সম্পূর্ণ উল্টো।

যে সকল সিরিয়াল তারা দেখে তার মধ্যে একটি ভারতীয় বাংলা চ্যানেল এর “ষোল আনা” নামক একটি সিরিয়াল আছে যা আমার কাছে অতি জঘন্য লাগে । কারণ এর মধ্যে কেন্দ্রিয় চরিত্রের যে নায়িকা আছেন তিনি এখন পর্যন্ত মোট ৩ টি বিয়ে করেছেন। উনার প্রথম স্বামী অন্য আরেকটি মেয়ের জন্য ঊনাকে তালাক দিয়েছেন, পরে উনি আরেকটি বিয়ে করেছেন। কিন্তু উনার ভাগ্য এত খারাপ যে উনার এই স্বামীও শেষ পর্যন্ত মারা যায়। কিন্তু নায়িকা বলে কথা.........খালি তো আর থাকা যায় না, উনি আবার বিয়ে করলেন, কিন্তু এখন এই স্বামী তার কথামত তাকে কিছু করতে না দেওয়ায় উনাকেও ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছেন।

আর উনার সহ অভিনেত্রী ২তা বিয়ে করেছেন। এই সব কি কোন দেশের সামাজিক অবস্থার মধ্যে পরে......?????????? যদি পরে তবে দেশটা কিরকম হবে একটু ভাবুন তো...........। এইসব সিরিয়ালের নির্মাতাদের রুচি কতটকু নীচ একটু কল্পনা করুন......... আর আমাদের রুচিও কতটকু নিচে নেমে যাচ্ছে যে আমরা আমাদের কাজ কর্ম ফেলে এইসব জঘন্য, নোংরা জিনিস দেখছি...???? এইসব জঘন্য, নোংরা জিনিসের প্রতি দিন দিন আমাদের দেশের মানুষ যেভাবে আক্রিষ্ট হচ্ছে তাতে তো আমি খুবই শঙ্কায় আছি যে আমাদের দেশে না এইরকম সমাজ ব্যবস্থা প্রচলন হয়ে যায় । আর যদি প্রচলন হয়ে যায়, তবে আমাদের দেশ আর সেই সোনার বাংলাদেশ থাকবে না। তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না আমাদের।

তাই আসুন, এখনও সময় আছে আমাদের দেশের সমাজকে এই অপসামাজিক ব্যবস্থার ছোবল থেকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.