আমাদের কথা খুঁজে নিন

   

কাল্পনিক চাওয়া

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ। সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়। অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা। আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত। মস্তিস্ক চর্চায় আমার নেশা।

আমার আছে সৌন্দর্য্য পিপাসু দুইটা চোখ, যা তোমার সৌন্দর্য্যকে চুল চেরা বিশ্লেষনে সক্ষম। বুকের মাঝে ধারন করেছি তোমার ঐ বিশাল হৃদয় রাখার পাত্র। যেটি যৌক্তিক ভাবে তোমার হৃদয়ের থেকে সুবিশাল। তোমারে দেহের সেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘ্রান, অনুভব করার জন্য আছে হিরক সমান নাক। আমার প্রতিটি কথা আলিংগন করবে তোমায়।

আর তোমাকে রঙ্গিন নেশায় মত্ত করার জন্য আছে আমার একটি মন। সমজের কালিমা থেকে দূরে রাখবে তোমায় আমার অকট্ট্য যুক্তি। সেই যুক্তির ঘোরেই পারবেনা দৈত সত্তার অধিকারিনী হতে। তুমি প্রত্যাবর্তনের পথে আবর্তন হতে পারবানা। আমার শৈল্পিক চিত্ত তোমায় করবে মুক্ত মনা।

এই সব কি আমার শুধুই বাস্তবতা বিবর্জিত কোন স্বপ্ন? কখনও কি দিবেনা আমার আমিতে বিসর্জন????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।